Home » রবিবার সকালে কাতারের উদ্দেশে রওনা দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

রবিবার সকালে কাতারের উদ্দেশে রওনা দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

by admin

সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী। সেখানে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করছেন ধনখড়। পাশাপাশি সে দেশে প্রবাসী ভারতীয়দের সঙ্গেও সাক্ষাৎ করবেন উপরাষ্ট্রপতি।

কাতারের রাষ্ট্রপ্রধান তথা আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে দু’দিনের সফরে ধনখড় কাতারে যাচ্ছেন, জানিয়েছিল ভারতীয় বিদেশ মন্ত্রক। ২১ নভেম্বর ফিরে আসবেন দেশে। ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, কাতারে আট লক্ষ ৪০ হাজার ভারতীয়ের বাস। তাঁদের সঙ্গেও কথা বলবেন ধনখড়।

You may also like

Leave a Comment