প্রতিনিধি মোহনপুর :- মোহনপুর আইসিডিএস প্রকল্পের অন্তর্গত অষ্টম পোষণ মাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হয়েছে মোহনপুরে। দিব্যাঙ্গদের নতুন সামাজিক ভাতার অনুমোদন পত্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নতুন নিয়োগ পত্র আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়েছে সুবিধাভোগীদের। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। মোহনপুর আইসিডিএস প্রকল্পের অন্তর্গত সামাজিক ভাতার নতুন সুবিধাভোগীদের অনুমোদন পত্র প্রদান করা হয়েছে সোমবার। বিশেষ করে মানসিক দিব্যাঙ্গদের সামাজিক ভাতার অনুমোদন পত্র প্রথমবারের মতো এই এলাকাতে প্রদান করা হয়। মোহনপুর ব্লক, মোহনপুর পুর পরিষদ, লেফুঙ্গা ব্লক এবং বামুটিয়া ব্লক এলাকার সুবিধাবীদের দেওয়া হয়েছে অনুমোদন পত্র। মানসিক দিব্যাঙ্গদের প্রতি মাসে ৫০০০ টাকা করে ভাতা প্রদান করা হবে। এদিন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ সুবিধাবীদের হাতে ভাতার অনুমোদন পত্র আনুষ্ঠানিকভাবে প্রদান করেছেন। অন্যদিকে অঙ্গন কেন্দ্রের শিক্ষিকা, সহায়কাপদেও নিয়োগ পত্র দেওয়া হয়েছে এদিন।
এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন পূর্বের সরকার সামাজিক ভাতা প্রদানের জন্য ব্যয় করতো প্রায় ৩১০ কোটি টাকা। ২০১৮ সালের পর বর্তমানে রাজ্যে সামাজিক ভাতা প্রদান করা হচ্ছে বছরে ৮৩০ কোটি ৬০ লক্ষ্য টাকা। বর্তমানে ৩.৯৮ লক্ষ্য মানুষ ত্রিপুরায় সামাজিক ভাতা পাচ্ছেন। মন্ত্রীরা রতন লাল নাথ অভিভাবকদের প্রতি আহ্বান রাখেন দিব্যাঙ্গদের প্রতি কোনভাবেই যাতে অবহেলা না করা হয়। দেশের প্রধানমন্ত্রী এদেরকে দিব্যাঙ্গ বলে আখ্যায়িত করেছে। তিনি বলেন একজন প্রধানমন্ত্রী বিশেষ শারীরিক ক্ষমতা সম্পন্ন মানুষদের দিব্যংঘ হিসেবে আখ্যায়িত করার মধ্য দিয়ে বোঝা যায় সরকারের দৃষ্টিভঙ্গি কেমন। পাশাপাশি যারা এদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়োগ পত্র পেয়েছেন উনারা দায়িত্ব সহকারে নিজেদের কাজ করার পরামর্শ দিয়েছেন মন্ত্রী। এই কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ, মোহনপুরের সিডিপিও দীপক চন্দ্র সরকার সহ অনান্যরা।
মোহনপুরে পোষণ মাহ পালনে সামাজিক ভাতার অনুমোদন ও অঙ্গনওয়াড়ির নিয়োগ পত্র প্রদান
40
previous post