Home » ধলাইয়ে কিশোরী উৎকর্ষ মঞ্চে আত্মবিশ্বাস ও নেতৃত্ব বিকাশের অঙ্গীকার

ধলাইয়ে কিশোরী উৎকর্ষ মঞ্চে আত্মবিশ্বাস ও নেতৃত্ব বিকাশের অঙ্গীকার

by admin

প্রতিনিধি, গন্ডাছড়া ১ জুলাই:- ধলাই জেলাভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চ ২০২৫-২৬-এর দুদিনব্যাপী জেলাভিত্তিক অনুষ্ঠানের শুভ সূচনা হলো মঙ্গলবার আমবাসা টাউন হলে। ধলাই ডিস্ট্রিক্ট প্রজেক্ট কোঅর্ডিনেটর (সমগ্র শিক্ষা মিশন)-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস। প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে শুভ সূচনা হয় এই বিশেষ অনুষ্ঠানের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সহ-সভাধিপতি অনাদি সরকার, আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর, জেলা শিক্ষা আধিকারিক মধুসূদন দেববর্মা সহ অন্যান্য প্রশাসনিক ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা। অতিথিরা তাদের বক্তব্যে কিশোরীদের সর্বাঙ্গীণ বিকাশে এই ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
এই দুদিনের অনুষ্ঠানে জেলার ৩৩টি বিদ্যালয় থেকে মোট ১০১ জন ছাত্রী অংশগ্রহণ করছে। ছাত্রীদের মেধা, সৃজনশীলতা ও শারীরিক সক্ষমতা বিকাশের জন্য আয়োজন করা হয়েছে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা। বিতর্ক প্রতিযোগিতা, আর্ট অ্যান্ড কালচার, সামাজিক সেবা, যোগা, কুইজ কম্পিটিশন এবং গেমস অ্যান্ড স্পোর্টস-এর মতো প্রতিযোগিতায় অংশ নিয়ে ছাত্রীরা তাদের প্রতিভা ও দক্ষতা প্রদর্শন করছে।
শুধু প্রতিযোগিতাই নয়, ছাত্রীদের মানসিক উৎকর্ষ ও অনুপ্রেরণা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়েছে মোটিভেশনাল স্পিচ ও গোল টেবিল বৈঠকেরও। অতিথি বক্তারা ছাত্রীদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। উদ্বোধনী ভাষণে সভাধিপতি সুস্মিতা দাস বলেন, এই অনুষ্ঠান শুধু প্রতিযোগিতা নয়, ছাত্রীদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক দায়িত্ববোধ জাগিয়ে তুলবে। ভবিষ্যতে এরা সমাজে সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে এটাই আমাদের লক্ষ্য।
সমগ্র শিক্ষা মিশনের এই উদ্যোগ ধলাই জেলার ছাত্রীদের জন্য এক নতুন দিশা খুলে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি ও শিক্ষকবৃন্দ। ছাত্রীদের এই ধরনের প্ল্যাটফর্ম প্রদানের মাধ্যমে তাদের আত্মপ্রকাশের সুযোগ যেমন বাড়ছে, তেমনি স্কুল পর্যায়েই নেতৃত্বের গুণাবলি গড়ে তোলার ক্ষেত্রেও এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
দুদিনব্যাপী এই অনুষ্ঠান বুধবার নানা কর্মসূচির মধ্য দিয়ে সমাপ্ত হবে।

You may also like

Leave a Comment