শান্তিরবাজার প্রতিনিধি :আজ জোলাই বাড়ি ব্লকের এই অর্থ বর্ষের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম গুলিকে আরো বেশি দ্রুত সম্পন্ন করতে বৃহস্পতিবার জোলাই বাড়ি ব্লকের কনফারেন্স হলে বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং বিভিন্ন ভিলেজ, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান , ভাইস চেয়ারম্যান ,সহ ,পঞ্চায়েত সচিবদের নিয়ে এক গুরুত্বপূর্ণ রিভিউ মিটিং অনুষ্ঠীত করাহয় মন্ত্রী শুক্লাচরণের নেতৃত্বে । জোলাই বাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার পাশাপাশি আজকের এই রিভিউ মিটিং এ উপস্থিত ছিলেন জোলাই বাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত,জোলাই বাড়ি ব্লকের বিএসসি চেয়ারম্যান অশোক মগ,জোলাই বাড়ি পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী , বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত ,জোলাই বাড়ি বিএসএফ ভাইস চেয়ারম্যান জিতিরাম ত্রিপুরা, জোলাই ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক
নবব্রত দত্ত, সহ অন্যান্যরা। এছাড়াও আজকের এই রিভিউ মিটিং এ জোলাই বাড়ি ব্লকের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা উপস্থিত ছিলেন।এই মিটিং এ ব্লকের অধীনে থাকা সব কয়টি পঞ্চায়েতের জনপ্রতিনিধি , পঞ্চায়েত সচিব, বিভিন্ন দপ্তরের আধিকারী গন সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী পরিকল্পনা জনগণের কাছে দ্রুত পৌঁছে দিতে বিভিন্ন বিষয় নিয়ে বিশদ ভাবে আলোচনা করেন। পাশাপাশি যে সকল বিভিন্ন উন্নয়নের কাজ গুলি অর্ধসমাপ্ত রয়েছে তা কেন অর্ধসমাপ্ত রয়েছে এবং কিভাবে কাজে আরো বেশি গতি এনে এই অর্থ বর্ষের মধ্যে কাজগুলিকে
সম্পূর্ণ করা যায় তানিয়েও
এই রিভিউ মিটিং এ বিশদভাবে আলোচনা করা হয়। আজকের এই আলোচনাশেষে বিভিন্ন দিকগুলি সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। পাশাপাশি আজকের রিভিউ মিটিং এ মন্ত্রী আলোচনা করতে গিয়ে বলেন আমরা সকলে এক পরিবারের লোক হয়ে সরকারের এই ধারাবাহিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে । সাধারণ জনগণের কাছে সরকারের এই উন্নয়ন্মুখী প্রকল্পগুলি পৌঁছে দিতে সকলে একত্রিত হয়ে কাজ করতে হবে । এতে প্রধানমন্ত্রী যে স্বপ্ন সবকা সাথ সবকা বিকাশ সেটি পরিপূর্ণ হবে।
উন্নয়নের কাজে আরো বেশি গতি আনতে মন্ত্রীর উপস্থিতিতে রিভিউ মিটিং জোলাই বাড়ি।
44
previous post