প্রতিনিধি কৈলাসহর:-কৈলাসহর লায়ন্স ক্লাবের সদস্য অধ্যাপক সঞ্জীব চৌধুরী এবং ওনার সহধর্মিনী কাকলি রায়ের বিবাহ বার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমী সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয় লায়ন্স ক্লাব প্রাঙ্গনে।লায়ন্স ক্লাব এবং কৈলাসহর ব্লাড ডোনার এসোসিয়েশনের যৌথ উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।যেখানে ৩০ জনেরও বেশি রক্তদাতা রক্ত দান করেছেন।এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়ে পাঠরতা দুজন দুস্থ ছাত্রী অনামিকা চন্দ এবং তুলসী শব্দকরের হাতে ১০ হাজার টাকার অর্থ রাশি তুলে দেওয়া হয়। এছাড়াও নেশা মুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে সরকারের যে প্রচার চলছে তাতে উদ্বুদ্ধ হয়ে কৈলাসহর এবং কুমারঘাটের আকাশ দাস, বাবলু মালাকার এবং অভিষেক দেব দীর্ঘদিন যাবত ড্রাগস সেবনের সাথে যুক্ত থাকার পর চিকিৎসা মাধ্যমে সুস্থ হয়ে মূল স্রোতে ফিরে এসেছে।তাদেরকেও অনুষ্ঠানের মধ্য দিয়ে গোলাপের শুভেচ্ছা এবং উপহার তুলে দেওয়া হয়।গত ২৯শে এপ্রিল লায়ন্স ক্লাব এবং ঊনকোটি ডিস্ট্রিক্ট চেস এসোসিয়েশনের যৌথ উদ্যোগে অবিভক্ত উত্তর জেলা ভিত্তিক দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।আজ বিজয়ীদের হাতে দাবা পুরস্কার গুলোও তুলে দেওয়া হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়,পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়,ভাইস চেয়ারপার্সন নীতিশ দে,জেলা পরিষদের সদস্য বিমল কর এবং কেবিডিএ সভাপতি অনুপম পাল।স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সদস্য সমীর দাস।বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় প্রথমেই সঞ্জীব চৌধুরী এবং ওনার স্ত্রীর বিবাহ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সামাজিক কর্মসূচির জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।এ ধরনের উদ্যোগ যেন প্রতি বছর বিদ্যমান থাকে তারও আশা প্রকাশ করেন তিনি। এছাড়া মন্ত্রী শ্রী রায় বলেন লায়ন্স ক্লাব সারা বছর বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মধ্যে যুক্ত রয়েছে এবং সমাজ সেবার শপথে অঙ্গীকারবদ্ধ প্রত্যেক সদস্যরাই কোন না কোনভাবে সমাজের দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সামাজিক বার্তা দিচ্ছেন।চা বাগান এলাকার দুস্থ পরিবারের শিশুরা যারা পড়াশুনায় আগ্রহী তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত প্রসারিত করার আহ্বান জানান তিনি কৈলাসহর লায়ন্স ক্লাবের সদস্যদের কাছে।
74