প্রতিনিধি মোহনপুর :- গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার আরও উন্নতি করার লক্ষ্যে গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সারপ্রাইজ ভিজিট করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। বৃহস্পতিবার এই স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনকালে যে সমস্ত সমস্যার মুখ্যমন্ত্রী নজরে এসেছে সেগুলো অতিসত্বর সমাধানের নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটকে ঘিরে খুশি এলাকার জনতা। গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা নিয়ে দীর্ঘদিন যাবত অভিযোগ আসছিল সাধারণ মানুষের কাছ থেকে। একেবারে শহর লাগোয়া এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হলেও পরিষেবা দিয়ে মানুষের মন জয় করার ক্ষেত্রে অনেকটাই ব্যর্থ এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। সম্প্রতি গান্ধীগ্রামের সুভাষ কলোনী এলাকায় একটি দলীয় কর্মসূচিতে এসে জনগণের কাছ থেকে এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সম্পর্কে সরাসরি অভিযোগ পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। অভিযোগ পাওয়ার অল্প কিছুদিনের মধ্যেই নিজে পরিদর্শন করলেন গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। আধিকারিকদের কাছ থেকে কাগজে কলমের তথ্য না নিয়ে নিজে খতিয়ে দেখলেন পরিষেবা। হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতা এবং একাধিক বিষয়ে দুর্বলতা নজরে এসেছে মুখ্যমন্ত্রী। এদিন হাসপাতাল থেকে দপ্তরের সচিবকে নির্দেশ দিয়েছেন সমস্যা গুলো সমাধান করার জন্য। মুখ্যমন্ত্রী পরিদর্শনের পর এলাকার জনগণ আশাবাদী এই হাসপাতালের সমস্যাগুলোর সমাধানের মাধ্যমে জনগণকে স্বাস্থ্যপরিসেবা প্রদানের বিষয়টি আরো উন্নত হবে।
39
previous post