Home » নববর্ষের শুরুতেই তাণ্ডব—ঝড়ে লন্ডভন্ড গন্ডাছড়ার বহু এলাকা, বিদ্যুৎহীন রইস্যাবাড়ি

নববর্ষের শুরুতেই তাণ্ডব—ঝড়ে লন্ডভন্ড গন্ডাছড়ার বহু এলাকা, বিদ্যুৎহীন রইস্যাবাড়ি

by admin
  • প্রতিনিধি, গন্ডাছড়া 18 এপ্রিল:- বাংলা নববর্ষের শুরুতেই প্রাকৃতিক দুর্যোগে লণ্ডভণ্ড হয়ে পড়েছে গন্ডাছড়া মহকুমার বিভিন্ন এলাকা। বৃহস্পতিবার বিকেলে এক আকস্মিক প্রবল ঝড়-তুফান বয়ে যায় এই অঞ্চলের উপর দিয়ে। এতে রইস্যাবাড়ি সহ আশেপাশের গ্রামগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। হঠাৎ শুরু হওয়া এই ঝড়ে বহু মানুষের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, বড় বড় গাছ উপড়ে পড়েছে, এবং বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
    ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মহকুমার রইস্যাবাড়ি এলাকা। জানা গেছে, সেখানে অন্তত চার থেকে পাঁচটি বাড়ি পুরোপুরি ধসে পড়েছে, বহু ঘরের টিনের চাল উড়ে গেছে এবং বাঁশের বেড়া ভেঙে পড়েছে। ঝড়ের তাণ্ডবে মানুষজন প্রাণ বাঁচাতে কোনো মতে ঘরের কোণে আশ্রয় নেয়। সন্ধ্যার আগেই ঘরবাড়ির চেহারা পাল্টে যায়।
    একাধিক গাছ উপড়ে পড়েছে বৈদ্যুতিক লাইনের উপর, যার ফলে সম্পূর্ণ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো রইস্যাবাড়ি। বৃহস্পতিবার বিকেল থেকে রাত দশটা সংবাদ লেখা পর্যন্ত পুরো এলাকা অন্ধকারে ডুবে আছে। এর ফলে পানীয় জল থেকে শুরু করে মোবাইল নেটওয়ার্ক ব্যবহারে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রচেষ্টা চালালেও এখনো পর্যন্ত বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার সম্ভব হয়নি।
    এছাড়াও ঝড়ের প্রভাবে এলাকার বিভিন্ন সড়কে মাটি ধসে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এতে যাতায়াতে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়েছে।
    নববর্ষের দিনেই এমন দুর্যোগে স্থানীয় মানুষজন আতঙ্কিত ও হতাশ। অনেকেই বাড়ি ঘর ছেড়ে অন্যত্র রাত কাটাতে বাধ্য হয়েছেন। বিদ্যুৎ এবং পানীয় জল সরবরাহ দ্রুত স্বাভাবিক করার জন্য প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।

You may also like

Leave a Comment