প্রতিনিধি, উদয়পুর :- দিন দুপুরে উদয়পুরে আক্রান্তের শিকার হল চারজন স্কুল পড়ুয়া ছাত্র । ঘটনা উদয়পুর জামজুরী- খিলপাড়া সড়কে । ঘটনার বিবরণ দিতে গিয়ে স্কুল পড়ুয়া ছাত্র শুভ্রদীপ দাস জানান , বৃহস্পতিবার বিকেল চারটা নাগাদ মির্জাতে নিজেদের পুরনো বাড়ি থেকে শুভদীপ উদয়পুরে ফেরার পথে তার উপর হঠাৎ করে দুই যুবক ইট পাটকেল মারতে শুরু করে । কেন তার উপর এই ধরনের ইট পাটকেল মারা হল সে বিষয়ে জিজ্ঞাসা করতে গিয়ে এবার আক্রমণের শিকার হয়েছে শুভ্রদীপ । তার সাথে থাকা আরও তিন বন্ধু তন্ময় দাস , দ্বীপ দে ও নাহার সরকার কিছু জিজ্ঞাসা করে করতেই তাদের ওপর হামলা চালায় দুই যুবক। কোনক্রমে স্কুল পড়ুয়া ছাত্ররা রাধা কিশোরপুর থানায় নিজেদের প্রাণ নিয়ে ছুটে আসে। পরে এই ঘটনায় পুলিশকে বিস্তারিত জানানো হলে রাধা কিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা দেয় গোটা ঘটনার তদন্ত করার জন্য। সব মিলিয়ে বৃহস্পতিবার বিকেলে এই ধরনের আক্রমণের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় উদয়পুরে।
115
previous post