প্রতিনিধি, উদয়পুর :-
প্রতিনিয়ত ভারতের সীমান্ত পার হয়ে ভারতীয় বিএসএফের চোখে ফাঁকি দিয়ে রাজ্যে প্রবেশ করছে বাংলাদেশী নাগরিকরা । একদিকে যখন অস্থির পরিবেশ বিরাজ করছে বাংলাদেশে আর তখন রাজ্যে ঘাঁটি গেড়ে বসতে শুরু করেছে বাংলাদেশী নাগরিক। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশে যে বর্তমান অস্থির পরিবেশ চলছে তার মাঝে যেন কোন বাংলাদেশী নাগরিক সীমান্তবর্তী রাজ্যগুলিতে প্রবেশ না করতে পারে সেদিকে নজর রাখার জন্য। কিন্তু তারপরেও প্রবেশ করছে বিভিন্ন বাংলাদেশী নাগরিকরা। রবিবার রাতে রাধা কিশোরপুর থানার ভারপ্রাপ্ত ওসি সমর দাসের কাছে গোপন খবর আছে উদয়পুর শালগড়া এলাকায় দুজন বাংলাদেশি যুবক ঘুরাফেরা করছে। এই ঘটনা জানতে পেরে ওসি সমর দাস শালগড়া এলাকায় ছুটে গিয়ে রাতেই তাদেরকে গ্রেপ্তার করে । পুলিশ জানায় , বাংলাদেশী নাগরিক বিশ্ব দাস ও দেবাশীষ কুমার দাসকে গ্রেফতার করে নিয়ে আসার পর সোমবার দুপুরে উদয়পুর জেলা আদালতে তাদেরকে সোপর্দ করা হয়েছে । পুলিশ জানিয়েছে, রাধা কিশোরপুর থানায় মামলা নম্বর ৩৬ এবং এই দুইজন বাংলাদেশী নাগরিকের কাছ থেকে কোন ধরনের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। বর্তমানে পুলিশ গোটা বিষয়ে তদন্ত করছে এই দুইজন বাংলাদেশী কাদের বাড়িতে এসেছিল এবং কাদের সাথে যোগাযোগ রয়েছে শালগড়া এলাকায়। বাংলাদেশ নাগরিক গ্রেপ্তার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শালগড়া জুড়ে ।
উদয়পুরে দুইজন বাংলাদেশীকে গ্রেপ্তার করে রাধাকিশোরপুর থানা
208
previous post