প্রতিনিধি, উদয়পুর :- রবিবার উদয়পুর স্পোর্টস কমপ্লেক্স মাঠে প্রায় এক মাস ধরে চলা ভারতীয় জনতা পার্টির ৩১-রাধাকিশোরপুর মন্ডল যুব মোর্চা আয়োজিত ২য় স্বর্গীয় রঞ্জিত সিংহ রায় স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে আগরতলার বনিক ব্রাদার্স বনাম উদয়পুরের অ্যাপোলো ব্রয়লার এজেন্সির খেলোয়াড়দের মধ্যে উত্তেজনাময় খেলায়। শত শত দর্শকের উত্তেজনা ও উৎসাহের মাঝে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
নক আউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি ছিল অ্যাপোলো ব্রয়ালার্স বনাম বণিক ব্রাদার্সের মধ্যে। ফাইনাল ম্যাচে অ্যাপোলো ব্রয়লাস বণিক ব্রাদার্সকে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেয়। অ্যাপোলো ব্রয়ালার্সের সর্বমোট রান হল ১৪০, বণিক ব্রাদার্সের সর্বমোট রান ১৩৬। চ্যাম্পিয়ন অ্যাপেলো ব্রয়লার্স একটি মারুতি সুজুকি ওয়াগানার গাড়ি এবং একটি ট্রফি এবং রানার্স-আপ বণিক ব্রাদার্সকে বাজাজ পালসার বাইক এবং ট্রফি প্রদান করা হয়। পাশাপাশি, অ্যাপোলো ব্রয়লার্স দলের ম্যান অফ দা ম্যাচ, সেরা ব্যাটসম্যান ও ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় এই তিনটি শিরোপা অর্জন করলেন আসিফ আলী এবং সেরা বোলার শিরোপা অর্জন করলেন আশিস দত্ত । বণিক ব্রাদার্স দলের সেরা ফিল্ডার শিরোপা অর্জন করলেন জয়কিশোর সাহা।
নক আউট ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, গোমতী জেলার জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়,ভারতীয় জনতা পার্টির গোমতী জেলার সভানেত্রী সবিতা নাগ, জনতা যুব মোর্চার গোমতী জেলার সভাপতি সুকান্ত সাহা, রাধাকিশোরপুর মন্ডলের মহিলা মোর্চার সভানেত্রী ভ্রমর সোম, রাধাকিশোরপুর মন্ডল যুব মোর্চার সভাপতি রাকেশ শীল,অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ। মাঠের চারিদিক ছিল ক্রীড়া প্রেমীদের ভিড়ে ঠাসা এবং তাদের উচ্ছাস ছিল চোখে পরার মতো।
আরকেপুর মন্ডলের যুব মোর্চার উদ্যোগে ক্রিকেট খেলায় বিজয়ী হলেন অ্যাপোলো ব্রয়লার ফিড্রস
1.2K