প্রতিনিধি, উদয়পুর :- দীর্ঘদিন ধরে উন্নয়ন যেন থমকে গিয়েছিল মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে । তার কারণ বিগত ২৫ বছরের বাম শাসনে তৎকালীন এই কেন্দ্রের বিধায়ক মাধব সাহার আমলে উন্নয়ন যেন মহারানী লাভ স্টোরি কৃষ্ণ ভক্ত পাড়ায় উন্নয়নের জোয়ার কখনো বইতে দেখেনি জনজাতি অংশের মানুষ । প্রতি পাঁচ বছর পর পর বিধানসভা ভোট অনুষ্ঠিত হলেও কখনো তাদের সমস্যার কথা ভাবেনি তৎকালীন বাম বিধায়ক। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের সময়কালে দলীয় প্রচারে বের হয়ে বর্তমানে বিধায়ক অভিষেক দেবরায় জানতে পারে এই কৃষ্ণভক্ত পাড়ায় একটি সেতুর অভাবে মানুষ এক গ্রামের সাথে অন্য গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে রয়েছে। তখন জনজাতি ভোটারদের বার্তা দিয়েছিলেন তিনি ক্ষমতায় ফিরে এই এলাকায় একটি নতুন সেতু তৈরি করে দেবে। বর্তমানে অভিষেক দেবরায় জনজাতিদের কে দেওয়া সেই কথা আজ বাস্তবে রূপ নিতে চলেছে । মঙ্গলবার সকাল ১১ টায় কৃষ্ণভক্ত পাড়ায় নতুন সেতুর ভূমি পূজা এবং গঙ্গা পূজা করা হয় । এই পূজায় অংশ নেন বিধায়ক অভিষেক দেবরায় ও এম ডিসি সহ প্রমূখ। বিধায়ক জানান , এই সেতুটি নির্মাণ করতে প্রায় খরচ হবে এক কোটি টাকা । পাশাপাশি এই এলাকার উন্নয়নের জন্য নতুন একটি ক্লাব ঘর নির্মাণ করা হয়েছে যার ফিতা কেটে এদিন উদ্বোধন করেন বিধায়ক। একই সাথে তিনি জানান গ্রামবাসীদের দীর্ঘদিনের একটি দাবি ছিল এই এলাকায় একটি মন্দির নতুনভাবে নির্মাণ করে দেওয়া তার কারণ পুরনো মন্দিরটি ভগ্নদশায় পরিণত। তাই আগামী এক বছরের মধ্যে এই এলাকায় তৈরি করা হবে নতুন একটি মন্দির। পাশাপাশি এলাকায় একটি পাকা সড়কের যে সমস্যা রয়েছে তার সমাধান আগামী দিনে করা হবে বলে তিনি আশ্বস্ত করেন উপজাতি অংশের নাগরিকদের। বিজেপি বিধায়ক অভিষেক দেবরায় যেভাবে এলাকায় উন্নয়ন করে যাচ্ছে তাতে করে আগামী দিনে এই বিধানসভা কেন্দ্র আরো সুন্দরভাবে গড়ে উঠবে বলে মনে করছে উপজাতি অংশের লোকজন।
এক কোটি টাকা ব্যয় নির্মিত হচ্ছে সেতু , যোগাযোগ ব্যবস্থা হবে উন্নত : অভিষেক
by admin
written by admin
49
previous post