প্রতিনিধি শান্তির বাজার: আজ অল ত্রিপুরার এম জি এন রেগা এমপ্লয়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রথম দক্ষিণ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় শান্তিরবাজার মুকুট অডিটোরিয়ামে। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে আজকের এই প্রথম জেলাভিত্তিক সম্মেলনের শুভ সূচনা করেন দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত, উদ্বোধকের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না মজুমদার, দক্ষিণ জেলা পরিষদের সদস্য তথা শিল্প দপ্তরের চেয়ারম্যান নীতিশ দেবনাথ, বিজেপি দক্ষিণ জেলা সভাপতি দ্বীপায়ন চৌধুরী , শান্তিরবাজার পুরো পরিষদের পুরো মাতা স্বপ্না বৈদ্য, শান্তির বাজার পুরো পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, শান্তির বাজার মন্ডল সভাপতি দেবাশীষ ভৌমিক , অল ত্রিপুরা এম জি এন রেগার এমপ্লয়ি ওয়েলফেয়ার এসোসিয়েশনের রাজ্য কমিটির সভাপতি সঞ্জয় নিয়োগী, সম্পাদক অসীম মজুমদার সহ অন্যান্যরা। জানা যায় দক্ষিণ জেলার ১৬৯টি ভিলেজ থেকে প্রায় ২৯৮ জন প্রতিনিধি দক্ষিণ জেলা ভিত্তিক প্রথম দ্বিবার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেন। এর মধ্যে রয়েছে জিআরএস, কম্পিউটার অপারেটর, একাউন্ট এসিস্টেন্ট, প্রোগ্রামে এসিস্টেন্ট অফিসার। সারা রাজ্যে প্রায় ২৮০০ কর্মী এম জি এন রেগি প্রকল্পে কর্মরত রয়েছেন। আজকের এই দক্ষিণ জেলা ভিত্তিক প্রথম সম্মেলনের মধ্যে দিয়ে শূন্য পদে নিয়োগ, রেগুলার, বেতন বৃদ্ধি ইত্যাদি নিয়ে বিশদভাবে আলোচনা করা হয় উপস্থিত অতিথিদের সামনে। পাশাপাশি আজকের এই সম্মেলনের মাধ্যমে এসোসিয়েশান এর সদস্যরা দক্ষিন জেলার ৮ টি ব্লকে কর্মরত অবস্থায় থেকে এম জি এন রেগা প্রকল্পের মাধ্যমে কি কি কর্মসূচী করছেন তানিয়ে বিস্তারিত আলোচনাকরেন। আরো বলেন উনারা বক্ত্যের মাধ্যমে স্বীকারকরেনেন বিগত সরকারের তুলনায় বর্তমান রাজ্যসরকারের অধীনে থেকে উনারা বিনা আন্দোলনে বিভিন্ন সুযোগ সুবিধাপেয়েছে। যেসকল সুযোগ সুবিধাথেকে উনারাবঞ্চীত সেইসকল সুযোগ সুবিধা পাবারলক্ষ্যে রাজ্যসরকারের নিকট আবেদনকরেন সম্মেলনে প্রতিনিধিরা। এসোসিয়েশান এর কর্মীদের এই আবেদন রাজ্যসরকারের নিকট পৌঁছেদেবার পতিশ্রুতি প্রদানকরেন জেলাসভাধিপতি দীপক দত্ত। তিনি সংবাদমাধ্যমের সন্মুখিনহয়ে আজকের কর্মসূচীসম্পর্কে বিস্তারিত জানালেন। আজকের এই সম্মেলনের মধ্যে দিয়ে দক্ষিণ জেলাভিত্তিক নতুন কমিটি গঠন করা হয় সভাপতি হিসেবে মনোনীত হন বিশ্বজিৎ নাহা, সহ-সভাপতি হিসেবে মনোনীত হন গিরিশ রিয়াং, সম্পাদক হিসেবে মনোনীত হন সিমরণ পাল, সহ- সম্পাদক হন সজল কান্তি দেবনাথ, কোষাধক্ষ সুশান্ত দেবনাথ, মিডিয়া ইনচার্জ বিকাশ দত্ত। আজকের এই দক্ষিণ জেলা ভিত্তিক প্রথম সম্মেলনের কে কেন্দ্র করে শান্তির বাজার মুকুট অডিটোরিয়ামের হলের কানায় কানায় সম্মেলনে প্রতিনিধিদের উপস্থিতি ছিল বেশ লক্ষনীয়।
ত্রিপুরা এম জি এন রেগা এমপ্লোয়ী ওয়েলফেয়ার এসোসিয়েশান এর প্রথম দক্ষিণ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়ে আজ।
by admin
written by admin
98
previous post