প্রতিনিধি, গন্ডাছড়া ২২ জানুয়ারি: পুলিস সপ্তাহ উপলক্ষে গোটা রাজ্যেই পালিত হচ্ছে নানান কর্মসূচি। ধলাই জেলা পুলিসও এর বাইরে নয়। বুধবার পুলিস সপ্তাহ কর্মসূচির অঙ্গ হিসেবে জহরনগরস্থিত পুলিশ লাইনে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। সেখানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিহির লাল দাস সহ আরক্ষা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। পুলিস সুপার মিহির লাল দাস সাংবাদিকদের জানান ধলাই জেলার প্রত্যেক থানা থেকেই পুলিস জওয়ানরা স্বেচ্ছায় রক্তদান করেছেন। তিনি বলেন রক্তদানের কোন বিকল্প নেই। বিজ্ঞানীরা আজ অব্দি রক্তের কোন বিকল্প আবিষ্কার করতে পারে নি। কারণ রক্ত কৃত্রিম ভাবে তৈরি করা যায় না। একমাত্র রক্ত দিয়েই রক্তের প্রয়োজনীয়তা দুর করা সম্ভব। তিনি বলেন এদিন ধলাই জেলার পুলিস এবং টি এস আর মিলে মোট ৭১ জন জাওয়ান রক্তদানে অংশগ্রহণ করেন। এছাড়া এদিন ট্রাফিক রুল সম্পর্কে জন সচেতনতা বাড়াতে আমবাসায় ট্রাফিক ইউনিটের সহযোগিতায় ছাত্রছাত্রীদের দিয়ে ট্রাফিক এর দায়িত্ব পালন করানো হয়। মহকুমা পুলিস আধিকারিক নিরুপম দাস বলেন – এটি নিঃসন্দেহে একটি অভিনব উদ্যোগ। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে হেলমেট পড়ে বাইক চালানো সহ বিভিন্ন ট্রাফিক বিধি মেনে চলার বার্তা দেওয়া হয়।
19
previous post