25
- প্রতিনিধি, উদয়পুর :- শনিবার উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে প্রথম বারের মতো খাদ্য, নাগরিক সরবরাহ ও ভোক্তা বিষয়ক এবং পরিবহন দপ্তরের উদ্যোগে ভোক্তা সুরক্ষা, সড়ক নিরাপত্তা এবং মাদকের অপব্যবহারের হুমকির বিষয়ে সচেতনতা সৃষ্টির উপর “জাগ্ৰতি- ২০২৫: আন্তঃকলেজ কুইজ প্রতিযোগিতা” নির্বাচন রাউন্ডের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ সূচনা করেন অর্থ, আইটি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, খাদ্যমন্ত্রী ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী,উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, ত্রিপুরা হাইকোর্ট বিচারক বিচারপতি অরিন্দম লোধ, বিধায়ক অভিষেক দেবরায় , বিধায়ক জিতেন্দ্র মজুমদার বিধায়ক রঞ্জিত দাস, এফসিএস এবং সিএ এবং শিক্ষা সচিব রাভেল হেমেন্দ্র কুমার, গোমতী জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা, উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতলচন্দ্র মজুমদার, গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় সহ আরো অন্যান্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ। অনুষ্ঠানের লক্ষ্য হল গোমতি, সিপাহিজলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলার ছাত্রছাত্রীদের মধ্যে ভোক্তা সুরক্ষা, রাস্তার নিরাপত্তা এবং মাদকের অপব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। ত্রিপুরা হাইকোর্ট বিচারপতি অরিন্দম লোধ ভাষণ বলেন , ত্রিপুরায় গাঁজার ব্যবহার অনেকটাই কম হয়। কিন্তু ড্রাগস ,ইয়াবা ট্যাবলেট সহ অন্যান্য বিভিন্ন নেশা প্রতিনিয়ত ত্রিপুরাতে প্রবেশ করছে। যা খুবই বিপদজনক । এদিনের অনুষ্ঠানে মন্ত্রীগণ ভাষণ রাখতে গিয়ে বলেন , নেশা শুধুমাত্র ব্যক্তিকে নয়, পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। এর ফলে মানব সম্পদ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে । তাই প্রতিটি পরিবারের মা-বোন, ক্লাব সংগঠনদের নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানান সমস্ত অতিথিরা । এদিনের অনুষ্ঠানে ১৮ জন ছাত্রছাত্রীকে দেওয়া হয় হ্যামলেট । একই সাথে কুইজ প্রতিযোগিতায় ছয়টি কলেজ থেকে অংশ নেওয়া প্রতিযোগী ও প্রতিযোগিনীদের দেওয়া হয় আকর্ষণীয় উপহার । গোটা অনুষ্ঠানে তিন জেলার কলেজের ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল সারা জাগানো।