প্রতিনিধি, গন্ডাছড়া ৮ জানুয়ারি:- গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বুধবার”পরীক্ষা পে চর্চা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা। সেখানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের বিদ্যাজোতি সেলের একাডেমিক হেড স্বপন মজুমদার। তিনি তার আলোচনায় সিবিএসই বোর্ডের পরীক্ষার্থী ছাত্র- ছাত্রীদের প্রস্তুতিমূলক বিভিন্ন পরামর্শ দেন। পাশাপাশি ভাল ফলাফল করার জন্য প্রয়োজনীয় নানা কৌশল তুলে ধরেন ছাত্র -ছাত্রীদের সামনে। এছাড়াও বিদ্যালয় শিক্ষা দফতরের নানা উদ্যোগ সম্পর্কেও তিনি সবাইকে অবগত করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডুম্বুরনগর বিদ্যালয় পরিদর্শক থৈসা মগ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক চতুর্বেদি রিয়াং, সিবিএসই ম্যানেজার সৌরভ দত্ত, রাজ্য স্তরীয় পুরস্কার প্রাপ্ত এন এস এস প্রোগ্রাম অফিসার ভাস্কর ঘোষ সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। উল্লেখ্য একাডেমিক হেড স্বপন মজুমদার রাজ্যের সমস্ত বিদ্যাজোতি বিদ্যালয়েই পরিদর্শন করে ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের সাথে আলোচনা করে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। এদিনের এই সেমিনারের ব্যবস্থাপনায় ছিল মূলত বিদ্যালয়ের এন এস এস ইউনিট।
গন্ডাছড়া দ্বাদশ বিদ্যালয়ে পরীক্ষা পে চর্চা বিষয়ক সেমিনার
27