প্রতিনিধি, তেলিয়ামুড়া। ২রা জানুয়ারি। আগামী কিছুদিনের মধ্যেই তেলিয়ামুড়া মহাশ্মশান ঘাটের বৈদ্যুতিক চুল্লির আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে। রাজ্যে বিজেপি সরকার আসার পর, তেলিয়ামুড়ার উন্নয়নের পালকে যুক্ত হবে নবতম আরেকটি সংযোজন।
উল্লেখ্য, গত ২০২২ সালের ১৩ ই জানুয়ারি তেলিয়ামুড়া মহাশ্মশানে ইলেকট্রিক চুল্লি বসানোর জন্য রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে ভিত্তি প্রস্তর স্থাপন পর্ব সম্পন্ন হয়। এরপর যথারীতি দ্রুত গতিতে কাজ চলার পর বিগত বছরে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে উদ্বোধন পর্বও সম্পন্ন হয। কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের কথা মাথায় রেখে জেনারেটরের জন্য এতদিন চালু করা যাচ্ছিল না এই ইলেকট্রিক চুল্লি চালিত তেলিয়ামুড়ার মহাশ্মশান।
এবার যাবতীয় প্রক্রিয়া শেষ করে আর কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিক ভাবে চালু হতে চলেছে তেলিয়ামুড়া মহা শ্মশানের ইলেকট্রিক চুল্লি। এ বিষয় টি জানান তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার। শ্রী সরকার আরো জানান,মোট ১ কোটি ১৮ লক্ষ টাকা ব্যায়ে এই ইলেকট্রিক চুল্লি চালু হয়ে গেলে তেলিয়ামুড়া বাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে এবং তেলিয়ামুড়া মহাশ্মশানের এই আধুনিকীকরণের জন্য রূপক সরকার রাজ্য সরকার সহ বিধায়িকা কল্যাণী সাহা রায়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এখানে প্রসঙ্গত উল্লেখ্য, করোনার সময়কালে তেলিয়ামুড়াতে বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়ে মারা যায়। সেই সময়ে মৃতদেহগুলিকে সৎকারের জন্য আগরতলা শ্মশানে পাঠাতে পৌর পরিষদ কর্তৃপক্ষকে এবং প্রশাসনকে যথেষ্ট ব্যাগ পেতে হয়েছিল। সেই অভিজ্ঞতার থেকেই তৎকালীন পুরো পরিষদ কর্তৃপক্ষ রাজ্য সরকারের নিকট প্রস্তাব পেশ করেছিল তেলিয়ামুড়াতে চুল্লিচালিত শ্মশান ঘাট নির্মাণের। রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়া মুড়ার বিধায়িকা গুরুত্ব সহকারে বিষয়টি নিয়ে রাজ্য সরকারের কাছে দাবি করে আসে। এর ফলে ই আজ তেলিয়ামুড়া উন্নয়নের পালকে আরো একটি পালকের যাত্রা শুরু হতে চলেছে। এদিকে, তেলিয়ামুড়া মহাশ্মশান ঘাটে বৈদ্যুতিক চুল্লির পাশাপাশি শ্মশান ঘাটের চারিদিকের আনুসঙ্গিক উন্নয়নের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
আগামী কয়েকদিনের মধ্যেই মহাশ্মশান ঘাটে বিদ্যুৎ চালিত চুল্লির কাজ শুরু হয়ে যাবে।
35