প্রতিনিধি, তেলিয়ামুড়া : গরীব দুস্ত মানুষদের পাশে থেকে মানুষদের সাহায্য করার আহ্বান রাখার বার্তা দিলেন তেলিয়ামুড়া বিধানসভার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। রবিবার ধর্মীয় প্রতিষ্ঠান মহানাম আশ্রমে কম্বল বিতরণ অনুষ্ঠানে। এছাড়াও এদিনের কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুরো পরিষদের পুরো পিতা রূপক সরকার, কাউন্সিলর বিমল রক্ষিত সহ আগরতলা মহানাম অঙ্গন সম্পাদক সুদীপ কুমার রায় সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দরা।
শীতের মৌরসুমে গরীব দুঃস্থদের পাশে দাঁড়ালেন ধর্মীয় প্রতিষ্ঠান মহানাম আশ্রমের সদস্যরা।ঐদিন মহানাম আশ্রমে কম্বল বিতরণী অনুষ্ঠানে ১৫০ জন দুস্থ গরিব মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেন বিধায়িকা কল্যাণী সাহা রায় সহ পুরো পিতা রূপক সরকার, কাউন্সিলর বিমল রক্ষিত সহ আমন্ত্রিত অতিথিবৃন্দরা। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা কল্যাণী সাহারায় বলেন, গরিব দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো একজন মানুষের পরম দায়িত্ব এবং কর্তব্য। কারণ গরিব দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে কাজ করে তবে সমাজ ব্যবস্থা আরো মজবুত হবে। তিনি আরো বলেন, মহানাম আশ্রমের উদ্যোগে আয়োজিত শীত কম্বল বিতরণ নতুন প্রজন্মকে উৎসাহ প্রদান করবে। এছাড়াও এই দিনের কম্বল বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পোর পিতা রূপক সরকার সহ আমন্ত্রিত অতিথিবৃন্দরা।
মহানাম ব্রহ্মচারী আশ্রমের পক্ষ থেকে গরিবদের কম্বল বিতরণ।
136
previous post