মহারাজা বীর বিক্রম কলেজে এন.এস.এস শিবিরের উদ্বোধন মহারাজা বীর বিক্রম (এম.বি.বি) কলেজের এন.এস.এস ইউনিটের উদ্যোগে ৭ দিনব্যাপী বিশেষ শিবিরের শুভ সূচনা হয় আজ। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এই শিবিরটি আগামী ৭ দিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করবে। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র দীপক মজুমদার তার বক্তব্যে বলেন, “এন.এস.এস স্বেচ্ছাসেবকরা সমাজের বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তাদের এই সেবামূলক কার্যক্রম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।” অনুষ্ঠানে চলতি বছরের আগস্ট মাসে রাজ্যে ঘটে যাওয়া বন্যা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো ৬ জন এন.এস.এস স্বেচ্ছাসেবককে সম্মাননা প্রদান করা হয়। তাদের মানবিক অবদানের জন্য মেয়র দীপক মজুমদার তাদের হাতে পুরস্কার তুলে দেন। এন.এস.এস শিবিরের উদ্দেশ্য শুধু স্বেচ্ছাসেবী কাজ নয়, বরং ছাত্র-ছাত্রীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা এবং নেতৃত্ব দেওয়ার দক্ষতা বৃদ্ধি করা। শিবিরের প্রথম দিনে রক্তদান শিবির, পরিচ্ছন্নতা অভিযান এবং পরিবেশ সচেতনতা কর্মসূচি আয়োজন করা হয়। শিবিরটি আগামী ৭ দিন ধরে শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা, বৃক্ষরোপণ, এবং অন্যান্য সামাজিক কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, এন.এস.এস কো-অর্ডিনেটর, শিক্ষক, এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। স্থানীয়দের মতে, এই শিবিরটি শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের জন্য নয়, বরং সমাজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মহারাজা বীর বিক্রম (এম.বি.বি) কলেজের এন.এস.এস ইউনিটের উদ্যোগে ৭ দিনব্যাপী বিশেষ শিবিরের শুভ সূচনা
by admin
written by admin
34