Home » নবনির্মিত জলের ডিপ টিউবেলের ফিতা কেটে উদ্বোধন করেন অর্থমন্ত্রী

নবনির্মিত জলের ডিপ টিউবেলের ফিতা কেটে উদ্বোধন করেন অর্থমন্ত্রী

by admin

উদয়পুর প্রতিনিধি : মঙ্গলবার সকাল ১১ টায় উদয়পুর পৌর পরিষদের নবনির্মিত জলের ডিপ টিউবেলের ফিতা কেটে উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এ ছাড়া ছিলেন পৌর চেয়ারম্যান থেকে শুরু করে মহকুমা শাসক এবং পানীয় জল দপ্তরের আধিকারিক ও ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার সহ প্রমূখ অংশ নেন এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে। কিন্তু এদিন প্রথমে মন্ত্রী পানীয় জলের ডিপ টিউবেলটি উদ্বোধন করতে গিয়ে ব্যাপক পরিমাণে পৌরপরিষদ ও পানীয় জল দপ্তরের উপর ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়ে ওঠে। সঠিক কাজ না করার ফলে এদিন ক্ষিপ্ত হন অর্থমন্ত্রী। প্রকাশ্যে ধমক দেন দপ্তরের আধিকারিকদের এবং নির্দেশ দেন যে সকল ভুল গুলি করা হয়েছে সেটা যেন খুব তাড়াতাড়ি সঠিকভাবে পুনরায় কাজ করা হয়। অপরদিকে রাজর্ষি কলা কেন্দ্রের ভেতর যে উদ্বোধনী মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে কোন ধরনের মূল অনুষ্ঠানের ফ্লাক্স পর্যন্ত লাগানো হয়নি। সেই সাথে শোকসভার মতো সাদা মোমবাতি দিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এদিন পানীয় জল দপ্তর এবং পৌর পরিষদের আধিকারিক থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত এই মঞ্চে ছিলেন কিন্তু কোথাও অনুষ্ঠানের ফ্লাক্স না লাগানোর ফলে তা নিয়ে কানাঘুষা চলতে থাকে । সব মিলিয়ে এক অগোছালো অনুষ্ঠান করা হয় এদিন। অনুষ্ঠানে আসা সাধারণ মানুষ মিষ্টিমুখ এবং পানীয় জল পর্যন্ত সঠিকভাবে পাননি বলে খবর। শুধু তাই নয় ওয়ার্ড কাউন্সিলারের ভূমিকাও ছিল একেবারে দায়সারা মনোভাব ।‌ রাজ্য সরকার চাইছে সাধারণ মানুষ পরিষেবা যেন হাতের কাছে পেয়ে যেতে পারে কিন্তু তার উল্টো চিত্র দেখা যাচ্ছে উদয়পুরে। যে যার মর্জিনাফিক বিভিন্ন সময় চালিয়ে যাচ্ছে অফিস এবং কোন সরকারি অনুষ্ঠান। শুভবুদ্ধি সম্পূর্ন জনগণের মধ্যে এক গুঞ্জন উঠেছে উদয়পুর কেন এই ধরনের পরিবেশ সৃষ্টি হয়েছে তা বুঝে উঠতে পারছে না নাগরিকরা। সব মিলিয়ে এদিনের উদ্বোধনী অনুষ্ঠান একেবারে হাসির পাত্র গড়ে উঠেছে জনমনে

You may also like

Leave a Comment