Home » তুলামুড়া ও শালগড়ায় দুই জায়গায় উদ্ধার দুইটি মৃতদেহ ।

তুলামুড়া ও শালগড়ায় দুই জায়গায় উদ্ধার দুইটি মৃতদেহ ।

by admin

প্রতিনিধি , উদয়পুর :- গোমতী নদী থেকে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার করা হয় । ঘটনা সোমবার দুপুর সাড়ে বারোটায় কাকড়াবন থানার অন্তর্গত আমতলী এলাকায় ।
ঘটনার বিবরণে জানা যায় , গত বৃহস্পতিবার সন্ধ্যা রাত থেকে উদয়পুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা ৪৫ বছরের সমীর সাহা নিজ বাড়ি থেকে নিখোঁজ ছিলেন । বাড়ির অন্যান্য সদস্যরা তাকে খোঁজ করে না পাওয়ার পর রাধাকিশোরপুর থানায় একটি নিখোঁজ মামলা দায়ের করেছিলেন। কিন্তু পাঁচ দিনের মাথায় আমতলী গোমতী নদীতে গ্রামবাসীরা পচাগলা মৃতদেহ কিছু আবর্জনার সাথে জলের মধ্যে পড়ে থাকতে দেখে। পরে খবর দেওয়া হয় কাকড়াবন থানায় । পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনার স্থলে ছুটে যায় । জানা যায় পুলিশ ঘটনার তলে পৌঁছে রাধা কিশোরপুর থানায় এই মৃত্যুর বিষয়ে জানানোর পর সমীরের বাড়ির অন্যান্য সদস্যদের কে খবর দেয় একটি মৃতদেহ উদ্ধার হয়েছে আমতলী গোমতী নদীতে । মৃতদেহটি সনাক্তকরণ করতে হবে । এই ঘটনার খবর পেয়ে সমীরের ভাই দীপঙ্কর সাহা ঘটনাস্থলে পৌঁছে ভাইয়ের দেহ দেখতে পেয়ে মৃতদেহটিকে সনাক্ত করে। এই ধরনের মৃত্যুর ঘটনা রীতিমত বাকরুদ্ধ হয়ে পড়ে ভাই দীপঙ্কর । পরে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে জানান , সমীর সাহা মানসিক ভারসাম্যহীন ছিলেন। কিন্তু এইভাবে ভাইয়ের মৃত্যু তাকে দেখতে হবে তা কখনোই তিনি বিশ্বাস করতে পারছেন না নিজেকে । পরে কাকরাবন থানার ওসি রাজীব ভৌমিক জানান , মৃতদেহটি উদ্ধার করে টেপানিয়া জেলা হাসপাতালে পাঠানো হবে ময়নাতদন্ত করার জন্য । তার কারণ এই মৃত্যুর পেছনে কোন রহস্য লুকিয়ে আছে কিনা গোটা ঘটনার তদন্ত করবে পুলিশ । এই মৃত্যুর ঘটনার খবর ছড়িয়ে পড়তে উদয়পুর শহর এলাকায় শোকের ছায়া নেমে আসে ।
অপরদিকে , কাকড়াবন থানা সূত্রে জানা যায় , তুলামুড়া যাত্রী শেড ঘরে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে । কিন্তু কিভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে এবং তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। জানা যায়, পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ট্যাপোনিয়া জেলা হাসপাতালে পাঠিয়ে দেয় । একই দিনে মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় কাঁকড়াবন জুড়ে।

You may also like

Leave a Comment