প্রতিনিধি, উদয়পুর : উদয়পুর ভগিনী নিবেদিতা গার্লস স্কুলে বিদ্যালয়ের প্রাক্তনী কমিটির উদ্যোগে সিস্টার ভগিনী নিবেদিতার মর্মর মূর্তির আবরণ উন্মোচন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া ছিলেন জেলা সভাধিপতি দেবল দেবরায়,পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, মহকুমা শাসক ত্রিদিব সরকার সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীরা সমবেত নৃত্য পরিবেশন করেন। পরে স্বাগত ভাষণ রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক । পরে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নাম্বার পেয়ে যারা ভালো স্থান করে নিয়েছে বিশেষভাবে পুরস্কার দেওয়া হয় অর্থমন্ত্রী এবং জিলা পরিষদের সভাধিপতির হাত ধরে । এদিনের অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন , ভারত মাতার সন্তান না হয়েও ভারত মাতার কন্যা রূপে, সকলের ভগিনী রূপে আমাদের সেবা করে গেছেন, আমাদের সকল দুঃখ আচল পেতে কুরিয়েছেন, সিস্টার নিবেদিতা বা ভগিনী নিবেদিতা। স্বামী বিবেকানন্দের মহান ভারতবর্ষের স্বপ্নকে বাস্তবে রূপবান করার কান্ডারী যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম সিস্টার নিবেদিতা। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে অর্থমন্ত্রী জানান এই বিদ্যালয়ে বর্তমানে হল ঘরের একটি সমস্যা রয়েছে । তা খুব শীঘ্রই সমস্যা সমাধান করা হবে । পাশাপাশি বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের জন্য নতুনভাবে যে দালান ঘর তৈরী করা হচ্ছে। সে কাজটি বর্তমানে কেন বন্ধ রয়েছে তা নিয়ে শনিবার দুপুরে গোটা বিষয়টির জন্য খোঁজ নেওয়া হবে বলে তিনি মঞ্চ থেকেই জানিয়ে দেন সকলের উদ্দেশ্যে। এদিনের অনুষ্ঠান কে কেন্দ্র করে ব্যাপক সারা লক্ষ্য করা যায় বিদ্যালয়ের বর্তমান বিদ্যালয় ছাত্রী এবং প্রাক্তনী থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ।
সিস্টার ভগিনী নিবেদিতার মর্মর মূর্তির আবরণ উন্মোচন করেন রাজ্যের অর্থমন্ত্রী
by admin
written by admin
38
previous post