Home » মধ্যরাতে বাগমা জাতীয় সড়কে পুলিশের নাকা চেকিং

মধ্যরাতে বাগমা জাতীয় সড়কে পুলিশের নাকা চেকিং

by admin

প্রতিনিধি, উদয়পুর :- শীতের রাত যত গভীর হতে থাকে তত চোরা কারবারিদের অবৈধ ব্যবসার আদান-প্রদান বাড়তে থাকে উদয়পুরের বুক চিরে যাওয়া জাতীয় সড়কের ওপর দিয়ে। অবৈধভাবে কোন সামগ্রী যাতে না যেতে পারে তার জন্য গোমতী জেলার পুলিশ সর্বত্র করা নজরদারি চালিয়েছে রাতের আধারে। এবার বাগমা ফাঁড়ি থানার ওসি সমর দাস ফাঁড়ি থানার নাকা পয়েন্টে পুলিশ বাহিনী নিয়ে শীতের ঘন কুয়াশার মধ্যে পশ্চিম জেলা , সিপাহীজলা জেলা ও দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে যে সকল ছোট বড় গাড়ি আসা-যাওয়া করছে জাতীয় সড়ক ধরে । সে সকল গাড়িকে দাঁড় করিয়ে তল্লাশি চালানো হচ্ছে ।‌ ব্যাপকভাবে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানো হয়। বৈধ ড্রাইভিং লাইসেন্স ও সঠিক কাগজপত্র গাড়ি রয়েছে কিনা এবং বিভিন্ন বহি:রাজ্যের মালবাহী গাড়ি দিয়ে অবৈধ কোন মালপত্র অন্য মহকুমায় নিয়ে যাওয়া হচ্ছে কিনা ? সেই সকল বিষয় নজর রেখে তল্লাশি চালানো হচ্ছে বলে জানান ওসি সমর দাস । বাগমা ফাঁড়ি থানা সামনে পুলিশের এই ধরনের তল্লাশি অভিযানের ফলে অবৈধ ব্যবসার সাথে জড়িত একশ্রেণীর মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়বে বলে মনে করছে সচেতন মহল ।

You may also like

Leave a Comment