Home » নারিকেল কুঞ্জের ঝুলন্ত ব্রিজ সুরক্ষিত, গুজবে কান না দেওয়ার আহবান পূর্ত কর্তার

নারিকেল কুঞ্জের ঝুলন্ত ব্রিজ সুরক্ষিত, গুজবে কান না দেওয়ার আহবান পূর্ত কর্তার

by admin

প্রতিনিধি,গন্ডাছড়া ৪ ডিসেম্বর:- বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার নারিকেল কুঞ্জ ঝুলন্ত ব্রিজের পথ চলা শুরু হয়। এদিন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা পলক উন্মোচন এবং পিতা কেটে ঝুলন্ত ব্রিজের শুভ সূচনা করেন। এই সময় অন্যান্য অতিথিদের মধ্যে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, এলাকার বিদায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং, এমডিসি ভূমিকানন্দ রিয়াং সহ পূর্ত দপ্তরের উচ্চপ্রদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। ঝুলন্ত ব্রিজ উদ্বোধন শেষে মুখ্যমন্ত্রী ব্রিজের উপর দিয়ে পায়ে হেঁটে নারিকেল কুঞ্জে প্রথমবারের মতো আয়োজিত প্রমো ফেস্টিবলে অংশ নেন। এদিন প্রমো ফেস্টিবল’কে ঘিরে নারিকেল কুঞ্জ দ্বীপে হাজার হাজার পর্যটকরা ভিড় জমায়। নবনির্মিত ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে শত শত পর্যটকরা একসাথে আসা-যাওয়া করার সময় হঠাৎ ব্রিজটি একদিকে একটু কাত হয়ে পড়ে। এরপরই মুখ্যমন্ত্রী’কে বদনাম করে সরকারকে কালিমালিপ্ত করতে একটা চক্র মাঠে নেমে পড়ে এবং তারা প্রচার করতে থাকেন ঝুলন্ত ব্রীজটি নাকি ভেঙ্গে পড়েছে। ঘটনার সত্যতা যাচাই করতে বুধবার আমাদের প্রতিনিধি নারিকেল কুঞ্জে ছুটে যান এবং ঝুলন্ত ব্রিজের প্রথম থেকে শেষ পর্যন্ত ঘুরে দেখেন। শেষে এলাকাবাসী এবং পর্যটকদের সাথে কথা বলে জানতে পারেন ব্রিজটি সুরক্ষিত অবস্থায় আছে। বর্তমানে ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে পর্যটকদের আসা যাওয়া করতে কোন ধরনের অসুবিধা হচ্ছে না। এ বিষয়ে গন্ডাছড়া পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইন্দ্রজিৎ দেববর্মা সংবাদ মাধ্যমের সামনে উনার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন ব্রিজ উদ্বোধনের কিছু সময়ের পর একটা মহল থেকে গুজব ছড়ানো হয়েছে ব্রিজ ভেঙ্গে গেছে। তিনি বলেন একচুয়ালি সত্যিকারের ঘটনা এমনটা নয়। এদিন তিনি ব্রিজের বর্ণনা দিতে গিয়ে বলেন ঝুলন্ত ব্রিজ’টা টোটালি কেবলের উপরে। যে কোন ব্রিজ একটা ক্যাপাসিটির উপর নির্ভর করে ডিজাইন করা হয়ে থাকে। গতকাল ব্রিজ উদ্বোধনের পরপরই স্বাভাবিকভাবে পর্যটকদের উৎসাহ কয়েকগুণ বেড়ে যায়। তখন ক্যাপাসিটির বাইরে অধিক সংখ্যক পর্যটক ব্রিজের উপর দিয়ে যাতায়াতের ফলে নারিকেল কুঞ্জের শেষ অংশে কেবলের সাপোর্ট’টি ডিল হয়ে যায়। যেটা ব্রীজের উপর দিয়ে পর্যটকদের যাতায়াত করার ক্ষেত্রে কোন অসুবিধা হওয়ার কথা নয়। খুব অনায়াসে যাতায়াত করা যায়। কোন ধরনের দুর্ঘটনা হওয়ারও কথা নয়। শুধু একটু সাবধানতা অবলম্বন করতে হবে বলে তিনি জানান।

You may also like

Leave a Comment