Home » চড়িলাম ব্লক ভিত্তিক কৌশল মেলা সম্পন্ন

চড়িলাম ব্লক ভিত্তিক কৌশল মেলা সম্পন্ন

by admin
  • প্রতিনিধি, বিশালগড়, ৩০ নভেম্বর ।। অনুষ্ঠিত হয় চড়িলাম ব্লক ভিত্তিক কৌশল মেলা । শনিবার চড়িলাম লীলাদেব স্মৃতি কমিউনিটি হলে “কৌশল মেলার ” আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে মেলার উদ্বোধন করেন সিপাহীজলা জেলা পরিষদের এডুকেশন স্ট্যান্ডিং কমিটির সভাপতি সীমা ভৌমিক। এছাড়া উপস্থিত ছিলেন চড়িলাম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃত্তিকা সাহা, চড়িলাম পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রাধা বল্লব দেবনাথ, চড়িলাম বি এ সির ভাইস চেয়ারম্যান রামমোহন দেববর্মা, উওর চড়িলাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সরস্বতী ‌দেবনাথ। অনুষ্ঠানে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনার মাধ্যমে ১৮ থেকে ৩৫ বছরের যুবক যুবতীদের সম্পূর্ণ সরকারি খরচে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং সার্টিফিকেট প্রাপ্ত বিকলাঙ্গ বেকারদের বিভিন্ন প্রশিক্ষণের জন্য নাম নথিভুক্ত করা হয়। এছাড়া সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর, ন্যাশনাল কেরিয়ার সেন্টার, আই টি আই হেল্প ডেক্স সহ বিভিন্ন দপ্তরের ষ্টল খোলা হয়। প্রতিবন্ধী যুবক-যুবতীদের বিকল্প রোজগারের দিশা দেখানোর জন্য প্রশিক্ষণে ইচ্ছুকদের নথিভুক্ত করা হয়। চড়িলাম ব্লক ভিত্তিক কৌশল মেলায় চড়িলাম ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি থেকে যুবক-যুবতীরা অংশগ্রহণ করেন।

You may also like

Leave a Comment