Home » মানবাধিকার সুরক্ষায় – সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে আলোচনা অনুষ্ঠান।

মানবাধিকার সুরক্ষায় – সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে আলোচনা অনুষ্ঠান।

by admin

ধর্মনগর
মানবাধিকার সুরক্ষায় – সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে আলোচনা অনুষ্ঠান।

মেলাঘর পূর্ব চন্ডীগড় স্থিত ত্রিপুরা দুঃসাহসিক সামাজিক অভিযান সংস্থার উদ্যোগে এবং ত্রিপুরা মানবাধিকার কমিশনের সহায়তায় আজ উত্তর জেলার অন্তর্গত ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচায্য হলে মানবাধিকার সুরক্ষায় – সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে আলোচনা অনুষ্ঠান সংগঠিত করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ত্রিপুরা বিধান সভার অধ্যক্ষ শ্রী বিশ্ব বন্ধু সেন সহ অন্যান্য অতিথিগণ।

এই সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠানে ধর্মনগর পুর পরিষদ এলাকার বিভিন্ন ওয়ার্ডের নাগরিক বৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের NSS স্বেচ্ছাসেবক, স্কাউট এন্ড গাইড স্বেচ্ছাসেবক, ধর্মনগর মহকুমার বিভিন্ন থানার আধিকারিক ও পুলিশ কর্মী, উত্তর জেলার বিভিন্ন মহকুমা থেকে ফরেষ্ট অফিসার, আশা কর্মি, অঙ্গনোয়াড়ী কর্মি, ধর্মনগর মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন মিলে প্রায় ৫৫০ জন লোকের সমাগম ঘটে।

ত্রিপুরা বিধান সভার অধ্যক্ষ শ্রী বিশ্ব বন্ধু সেন ওনার আলোচনাতে কমিশনের এই ধরনের সচেতনতা মূলক আলোচনা অনুষ্ঠানের করেন। ওনি আরো বলেন এই কমিশনের সহযোগিতায় সাধারণ মানুষ তাদের অধিকার নিয়ে কথা বলার সূযোগ করে দিয়েছন। ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি স্বপন চন্দ্র দাস ওনার ভাষনে ত্রিপুরা মানবাধিকার কমিশনের কাজ কর্ম তুলে ধরেন এবং ত্রিপুরার সমস্ত স্তরের জনগণ যাতে মানবাধিকার কমিশনের মাধ্যমে তাদের অধিকার আদায় করতে পারেন সেই বিষয়ে কমিশনের সহযোগিতা নেওয়ার আবেদন রাখেন। মানবাধিকার কমিশন কিভাবে জনগণদেরকে সুশাসন উপহার দিতে পারে এবং জনগণ কিভাবে মানবাধিকার কমিশনের কাছ থেকে আইনের শাসন পেতে পারে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা রাখেন উপস্থিত কমিশনের সদস্য উদিত চৌধুরী, কমিশনের প্রাক্তন সদস্য বিমল কান্তি রায় এবং কমিশনের সচিব রতন বিশ্বাস গন। কমিশনের ইন্সপেক্টর ভবিতা ভট্টাচার্যী পাওয়ার পয়েন্টের মাধ্যমে কমিশনের কাজ এবং আইনের ধারা গুলো উপস্থিত সকলের সামনে তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের ডেপুটি পুলিশ সুপার লাল হিম মলসুম ।

উপস্থিত সমস্ত অতিথিবর্গরা মানবাধিকার কমিশনের দায়িত্ব ও কর্তব্য নিয়ে উপস্থিত প্রতিনিধিদের সামনে আলোচনা ব্যাক্ত করেন। কোথাও আইনের শাসন বিঘ্নিত হলে মানবাধিকার কমিশন কিভাবে ভূমিকা পালন করবে, মানবাধিকার কমিশন মিলিতভাবে সমাজে সুন্দর পরিবেশ বজায় রাখবে সেই বিষয়ে আলোচনা রাখেন। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার সচিব তথা জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত লিটন শীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন শ্রীমতী মিতালী রানী দাস (সেন)। ।

You may also like

Leave a Comment