Home » ঊনকোটি জেলায় পর্যালোচনা বৈঠকে মন্ত্রী সুধাংশু দাস

ঊনকোটি জেলায় পর্যালোচনা বৈঠকে মন্ত্রী সুধাংশু দাস

by admin

প্রতিনিধি কৈলাসহর:-রাজ্যকে মাছ-মাংসে স্বয়ংসম্পূর্ণ করতে এবং বেকার যুবক-যুবতীদের আত্মনির্ভর করে তোলার মানসিকতায় তাদেরকে তৈরি করার লক্ষ্য নিয়ে আজ সকাল সাড়ে এগারোটায় কৈলাসহর সার্কিট হাউজে তফশিলি জাতি কল্যাণ ও প্রানী সম্পদ বিকাশ দপ্তর এবং মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস তিন দপ্তরের আধিকারিক দের নিয়ে জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠকে যোগদেন।আজকের পর্যালোচনা বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস,সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক,জেলা শাসক দিলীপ কুমার চাকমা, কৈলাসহর ও কুমারঘাটের মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা।আজকের বৈঠক সম্পর্কে মন্ত্রী সুধাংশু দাস বলেন ফিশারী ডিপার্টমেন্ট,এস সি ওয়েলফেয়ার ও পশুপালন দপ্তর সহ তিন দপ্তরের রিভিউ মিটিং হয়েছে।আজকের রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে ২০২৪ -২৫ অর্থ বর্ষে আমরা যে সমস্ত স্কীম এবং প্রজেক্ট হাতে নিয়েছি তার কতটা বাস্তবায়িত হয়েছে জেলায় এবং এর আগের মিটিং অর্থাৎ প্রথম রিভিউ মিটিংয়ে আর্থিক বছরে যে টার্গেট রেখেছি সেটার কতটা বাস্তবায়ন হয়েছে।কোন কোন জায়গায় ঘাটতি আছে সমস্যা আছে কোন জায়গায় আমরা সফলতা পেয়েছি সার্বিক বিষয়ের উপর আজ দিনভর আলোচনা হয়েছে। আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে এই অর্থ বছরে যে অর্থ বরাদ্দ করা হয়েছে সেটা যাতে সময়ের মধ্যে মানুষের কাছে পৌঁছায় তার কাজ যাতে হয় এবং আমরা যাতে আগামী বছর আরো বেশি উদ্ভাবনী ও পুনর্গঠন স্কিম নিয়ে মানুষের কাছে পৌঁছাতে পারি তার জন্য আজকের এই রিভিউ মিটিং।পাশাপাশি আমরা যে টার্গেট নিয়েছি ফিশারী ডিপার্টমেন্ট এবং প্রানী সম্পদ বিকাশ দপ্তরের জন্য এই দুই দপ্তরকে কাজে লাগিয়ে মাছ মাংস ডিম দুধ যে উৎপাদন বর্তমান রয়েছে তা বৃদ্ধি করা যায়।আমাদের চাহিদা অনুযায়ী আমাদের আলোচনা হয়েছে।এটা অস্বীকার করা যায় না যে এই বছর ভয়াবহ বন্যার কারণে বিশেষ করে ফিশারী সেক্টরে ব্যাপক ক্ষতি হয়েছে।সেই ক্ষতিও আমরা কিভাবে পূরণ করতে পারি তার জন্য আমরা যে সমস্ত অর্থ দিয়েছি সেটা কতটা ইমপ্লিমেন্ট হয়েছে এবং এই যে উদ্ভট পরিস্থিতি হয়েছে এটা থেকে আমরা কিভাবে সারিয়ে উঠতে পারি তার ওপর আজকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।মূলত রাজ্যে মাছ ডিম এবং মাংস উৎপাদনের মাধ্যমে রাজ্যকে স্বয়ংসম্পূর্ণ করতে মন্ত্রীর এই পর্যালোচনা বৈঠক বলে জানা যায়।তবে ২০১৮ সালের পূর্বে ঊনকোটি জেলায় ডিম মাছ মাংস উৎপাদনের যে পরিসংখ্যান ছিল তা বর্তমান সরকারের হাত ধরে অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং আত্মনির্ভর মানসিকতায় বেকার যুবক-যুবতীদের তৈরি করতে প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের ভূমিকা ও অপরিসীম।

You may also like

Leave a Comment