প্রতিনিধি শান্তির বাজার :আজ শান্তিরবাজার মহকুমায় বীরচন্দ্র মনু দখল সিং রিয়াং পাড়ায় জনজাতি অংশের লোকজনদের সঙ্গে তাদের অভাব অভিযোগের পাশাপাশি ব্রু সংগ্রংমা মথহ্ সামাজিক সংস্থার দখলকৃত জায়গাতে মোটরস্ট্যান্ড নির্মাণকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হওয়া জায়গা সমস্যা নিরাশনের লক্ষ্যে সরজমিনে সরকারি আধিকারিকসহ প্রতিনিধি দল নিয়ে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা পরিদর্শন করেন আজ। মন্ত্রী পরবর্তী সময়ে ছুটে যান ব্রু সংগ্রংমা মন্দির প্রাঙ্গনে সেখানে জনজাতীয় অংশের লোকজনদের সঙ্গে মত বিনিময় সভা করেন এবং মন্দির প্রাঙ্গণে স্বচ্ছ ভারত অভিযান করেন মন্ত্রী । আজকের এই পরিদর্শন এবং বৈঠকে জনজাতি কল্যাণ মন্ত্রী পাশাপাশি উপস্থিত ছিলেন কাউন্সিল অফ তিপ্রাসা হদার সহ-সভাপতি তথা ব্রু সংগ্রংমা মথহ্ সামাজিক সংস্থার জেনারেল সেক্রেটারি খনারাম রিয়াং, বীরচন্দ্র মনু দক্ষিণ জোনাল জয়েন চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং ,রিয়াং সম্প্রদায়ের সমাজপতি খবা রিয়াং, ব্রু সংগ্রংমা মথহ্ সামাজিক সংস্থার সভাপতি বীরেন্দ্র রিয়াং সহ অন্যান্যরা। আজকের এই মতবিনিময় সভাকে কেন্দ্র করে রিয়াং জনজাতিদের জনকল্যাণমুখী সাত দফা দাবি সনদ জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা হাতে তুলে দেন ব্রু সংগ্রংমা মথহ্ সামাজিক সংস্থার তরফ থেকে। মন্ত্রী বিকাশ দেববর্মা আলোচনা করতে গিয়ে বলেন এই ধরনের সামাজিক সংস্থাগুলি রক্তদানে এগিয়ে আসতে হবে। শ্রীমন্ত্রি আরো বলেন সমাজ সচেতন করার পাশাপাশি যুবকদের নেশার থেকে বিরত রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করার সামাজিক সংগঠনগুলিকে । বৈঠক শেষের মন্ত্রী আশ্বাস প্রদান করেন সংগ্রংমা মাঠে দ্বিতল বিশিষ্ট একটি বিশ্রামাগার নির্মাণ করা হবে দ্রুত, পাশাপাশি লংদ্রায় মন্দিরের জায়গাতে পাট্টা প্রদান করা হবে, এবং পূজোকে কেন্দ্র করে ছুটি ঘোষণা বিধানসভায় আলোচনা করা হবে, পাশাপাশি মন্দির প্রাঙ্গনে একটি হোস্টেল নির্মাণ সহ ইত্যাদি আশ্বাস প্রদান করেন মন্ত্রী। জনজাতি কল্যাণ মন্ত্রীকে হাতের কাছে পেয়ে নিজেদের অভাব অভিযোগ জানাতে পেরে খুশি রিয়াং জনজাতি অংশের লোকজন।
রিয়াং জনজাতিদের আরো বেশি মান উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করছে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ ।
29