Home » সর্বনাশা জুয়ায় সর্বশান্ত হচ্ছেন খোয়াইয়ের সাধারণ অংশের জনগণ।

সর্বনাশা জুয়ায় সর্বশান্ত হচ্ছেন খোয়াইয়ের সাধারণ অংশের জনগণ।

by admin

সর্বনাশা জুয়ায় সর্বশান্ত হচ্ছেন খোয়াইয়ের সাধারণ অংশের জনগণ। পাহাড় এবং সমতল সর্বত্র চলছে জোয়ার রমরমা। পুলিশ প্রশাসন নির্বিকার। খোয়াই শহরে চলছে এন্ডিং নামক জুয়া। আর পাহাড়ে চলছে তির এবং জান্ডি মুন্ডা নামক সর্বনাশা জুয়া। নিজের ঘাটের পয়সা জোয়ায় হারাচ্ছেন গরীব বংশের সাধারণ জনগণ। খোয়াই শহরের সুভাষ পার্ক কোহিনুর কমপ্লেক্স প্রাঙ্গণ। সকাল হতেই কোহিনুর কমপ্লেক্স প্রাঙ্গণে শুরু হয় জুয়ারীদের আনাগোনা। এছাড়া পুরান বাজার, মোটর স্ট্যান্ড, নতুন বাস টার্মিনাল পয়েন্ট সকাল হতেই দখল নিয়ে নেয় জুয়ারীরা। একই অবস্থা পাহাড়ের। পাহাড়ে জান্ডি মুন্ডা এবং তির নামক জোয়ায় সর্বস্বান্ত হচ্ছেন জনজাতি অংশের জনগণ। দিনভর শ্রম করে যতটুকু উপার্জন করে তার অধিকাংশ অর্থই জোয়ায় হেরে খালি হাতে ফিরতে হয় গরিব এবং শ্রমিক শ্রেণীর মানুষদের। তাতে করে ওই সব পরিবারগুলিতে অভাব অনটন নেমে আসে। সৃষ্টি হয় পারিবারিক অশান্তি। আর এইসব হচ্ছে পুলিশের জ্ঞাত সারে। গরিব শ্রমিক শ্রেণীর মানুষের পাশাপাশি একাংশ সরকারি কর্মচারী এই জুয়া খেলায় জড়িয়ে পড়ছেন। খোয়াইয়ের শুভ বুদ্ধি সম্পন্ন জনগণের অভিমত এই সর্বনাশা জোয়া থেকে সমাজকে রক্ষা করতে অবিলম্বে পুলিশের সদর্থক ভূমিকা গ্রহণ করা প্রয়োজন।

You may also like

Leave a Comment