ধর্মনগর স্টেট ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (SIPARD) এর উদ্যোগে ও সহায়তায় এবং কদমতলা ব্লকের ও ধর্মনগর সরকারী মহাবিদ্যালয় এলুমনি অ্যাসোসিয়েশন এর ব্যবস্থাপনায় ৪ই থেকে ৬ই অক্টোবর ২০২৪ ইং তারিখ পর্যন্ত চলা স্বেচ্ছাসেবকদের নিয়ে তিন দিবসীয় লাইফ স্কিল ম্যানেজমেন্ট প্রশিক্ষণ ধর্মনগর সরকারী মহাবিদ্যালয় প্রাঙ্গণ এ গতকাল সমাপ্ত হয়। আজ ট্রেনিং এর সমাপ্তি অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দীপঙ্কর বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ডিরেক্টর, ডিআরডিএ, উত্তর ত্রিপুরা, গৌতম দাস, প্রিন্সিপাল , ধর্মনগর সরকারী মহাবিদ্যালয়। উত্তর জেলার বিভিন্ন এলাকা থেকে মোট ৩৭জন স্বেচ্ছাসেবককর্মী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল স্বেচ্ছাসেবকদের জীবন দক্ষতার বিকাশ ও পরিচালনা, যা প্রত্যেকের দৈনন্দিন জীবনে কাজে লাগানো । প্রশিক্ষণের কোর্স ডাইরেক্টর অর্পিতা চৌধুরী , এসিস্ট্যান্ট প্রফেসর , কম্পিউটার অ্যাপ্লিকেশন ও হেড অফ ট্রেনিং উইং, SIPARD এবং প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রীতম মালাকার ও রণদীপ রুদ্র পাল। তিনদিনব্যাপী এই প্রশিক্ষণে লাইফ স্কিলের বিভিন্ন বিষয়ের উপর স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষকদের দ্বারা। অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবিকা নবমিতা নাথ ট্রেনিং এর ফিডব্যাক প্রদান করেন । পরিশেষে উপস্থিত অতিথিদের দ্বারা প্রত্যেক অংশগ্রহণকারীদের হাতে সংশাপত্র তুলে দেওয়া হয়।
তিন দিবসীয় লাইফ স্কিল ম্যানেজমেন্ট প্রশিক্ষণ ধর্মনগর সরকারী মহাবিদ্যালয় প্রাঙ্গণ এ
49