Home » কলা উৎসব ২০২৪ আয়োজিত হয় খোয়াই জেলা শিক্ষা আধিকারিক কার্যালয়ের ব্যবস্থাপনায়

কলা উৎসব ২০২৪ আয়োজিত হয় খোয়াই জেলা শিক্ষা আধিকারিক কার্যালয়ের ব্যবস্থাপনায়

by admin

খোয়াই পুরাতন টাউনহলে জেলাভিত্তিক কলা উৎসব ২০২৪ আয়োজিত হয় খোয়াই জেলা শিক্ষা আধিকারিক কার্যালয়ের ব্যবস্থাপনায়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিধায়ক রঞ্জিত দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী সুব্রত মজুমদার, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাথ শর্মা, খোয়াইজেলা শিক্ষা আধিকারিক দীনেশ দেববর্মা থেকে শুরু করে অন্যান্যরা। এদিন খোয়াই জেলার ৪৬ টি স্কুল থেকে ৩৪৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক পিনাকি দাস চৌধুরী বলেন, পড়াশোনার পাশাপাশি ছেলেমেয়েদের নাচ গান নৃত্য থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে নিজেদের নিয়োজিত রাখতে হবে। সারা রাজ্যেই বিভিন্ন জেলায় আয়োজিত হচ্ছে এই জেলা ভিত্তিক কলা উৎসব ২০২৪। এরপর হবে রাজ্যভিত্তিক এবং এর পরে জাতীয় স্তরের এই কলা উৎসব অনুষ্ঠিত হবে। যেখানে রাজ্যের ছেলে মেয়েরা নিজেদের প্রতিভাকে তুলে ধরতে পারবে। উল্লেখ থাকে এ দিনের কলা উৎসবে পুরাতন টাউন হল ছিল কানায় কানায় পূর্ণ।

You may also like

Leave a Comment