Home » উদয়পুরে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা জেলা পুলিশের উদ্যোগে

উদয়পুরে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা জেলা পুলিশের উদ্যোগে

by admin

 প্রতিনিধি, উদয়পুর :- রান ফর ইউনিটি স্লোগানকে সামনে রেখে ভারত জুড়ে এখন চলছে রাষ্ট্রীয় একতা কর্মসূচি। ত্রিপুরা রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় এই কর্মসূচি উদযাপন করা হচ্ছে। এর অংশ হিসেবে শনিবার গোমতী জেলা পুলিশের উদ্যোগে উদয়পুর অনুষ্ঠিত হলো ম্যারাথন র‍্যালি।ম্যারাথন র‍্যালিটি উদয়পুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় কে বি আই ময়দানে শেষ হয়েছে। এতে মোট ২০০ জন পুলিশ, টিএসআর ও বিএসএফ সদস্য অংশ নেন। প্রসঙ্গত, ৩১ অক্টোবর রাষ্ট্রীয় একতা, সংহতি ও সার্বভৌমত্ব রক্ষায় নিবেদিত প্রাণ লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীকে সামনে রেখে গোমতী জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত রাষ্ট্রীয় একতা দিবস উদয়পুর অনুষ্ঠিত হয়েছে। এই ম্যারাথন রেলিতে উপস্থিত ছিলেন গোমতী জেলার পুলিশ সুপার নমিত পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে মহকুমা পুলিশ আধিকারিক অজয় দেববর্মা সহ আরো পুলিশ আধিকারিকগন
এদিন গোমতী জেলার পুলিশ সুপার নমিত পাঠক বলেন, ভারতবর্ষের জন্য সর্দার বল্লভভাই প্যাটেল অসাধারন কাজ করেছিলেন। জাতীয় অখণ্ডতা, জাতীয় ঐক্যের অঙ্গীকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে গোমতী জেলা পুলিশ উদ্যোগে একটি ম্যারাথনের আয়োজন করা হয়েছে। এদিন তিনি আরো বলেন, সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন অখণ্ড ও অবিচ্ছিন্ন ভারতের মূল কান্ডারী।

You may also like

Leave a Comment