প্রতিনিধি, উদয়পুর :- গোটা দেশের সাথে ত্রিপুরার বিভিন্ন জেলায় পশু গণনা শুরু হয়েছে । একই সাথে গোমতী জেলায় শুক্রবার সকাল ১১ টা নাগাদ উদয়পুর পৌর পরিষদ এলাকার ২১ নং ওয়ার্ডে শুরু হয়েছে পশু গণনা কর্মসূচি । ছিলেন গোমতী জেলার প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের সহ অধিকর্তা ডক্টর বিল্লু দেববর্মা , ওয়ার্ড কমিশনার মান্নান হোসেন সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা । পশু গণনায় প্রথমে আলমগীর হোসেন নামে এক পশুপালকের খামার ঘর পরিদর্শন করেন প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকরা । ডক্টর বিল্লু দেববর্মা জানান , প্রতি পাঁচ বছর অন্তর অন্তর পশু গণনা করা হয় গোটা ভারতবর্ষ জুড়ে । সেই সাথে ত্রিপুরাতে প্রতিটি জেলায় এই ধরনের কর্মসূচি হয়ে থাকে । কিন্তু সাধারণ মানুষ যারা বাড়িঘরে পশুপালন করে অথবা বিভিন্ন খামারে এই ধরনের পশু পালিত হয় তাদের সঠিক তথ্য না দেওয়ার কারণে অনেক সময় সমস্যায় পড়তে হয় সরকারকে। তিনি আবেদন রাখেন যে সকল বাড়ি ঘরে পশুপালিত হয়ে থাকে তারা যেন প্রাণিসম্পদ বিকাশ দপ্তরকে প্রতিটি জেলা এবং মহকুমা স্তরে থাকা সেসকল অফিসে এবং গণনা কাজে নিযুক্ত আধিকারিকদের যেন সঠিক তথ্য দেয় সে আবেদন করেন তিনি ।
179
previous post