প্রতিনিধি , উদয়পুর :- প্রতি বছরের মতো এই বছরও স্বর্ণকমল জুয়েলার্সের উদ্যোগে শারদ অর্ঘ্য শারদ সম্মান ২০২৪ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এই বছর প্রথম উদয়পুরে পাঁচটি ক্লাবকে শারদ সম্মান করে পুরস্কারে ভূষিত করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বর্ণকমল জুয়েলার্সের কর্ণধার গোপাল চন্দ্র নাগ । শুক্রবার স্বর্ণালী সন্ধ্যায় উদয়পুর শোরুমের সামনে এক অনুষ্ঠিত হয় শারদ সম্মান। এবছরের দুর্গাপূজায় উদয়পুরে পাঁচটি ক্লাবকে বাছাই করা হয় । তার মধ্যে টপ দুই – শিরোপা অর্জন করে নিয়েছে দুইটি ক্লাব । যথাক্রমে সুব্রত ক্লাব ও ইয়ুথ ক্লাব । এছাড়া আরো বাকি তিনটি ক্লাবকে পুরস্কারে ভূষিত করা হয় । এরমধ্যে রয়েছে ফ্লাওয়ার্স ক্লাব, রবীন্দ্র সংঘ ও জুয়েল ক্লাব । ২ টি ক্লাবকে পাঁচ হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয় । কখনো কোনো স্বর্ণ প্রতিষ্ঠান এইভাবে ক্লাবগুলিকে পুরস্কারে ভূষিত করেনি বিগত দিনে। যা এই বছর প্রথম স্বর্ণকমল জুয়েলার্স লাগিয়ে দিয়েছে এই ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত করে । গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে উদয়পুর সেন্ট্রাল রোডে স্বর্ণকমল জুয়েলার্স এর শোরুমের সামনে ব্যাপক ভীড় লক্ষ্য করা যায় ।
উদয়পুরে ৫ টি ক্লাবকে শারদ সম্মান দেওয়া হয় স্বর্ণকমল জুয়েলার্সের উদ্যোগে
by admin
written by admin
67
previous post
উদয়পুরে শুরু হয়েছে প্রাণীদের গণনা সেন্সেস
next post