37
- প্রতিনিধি কৈলাসহর:-চন্ডীপুরের বিধায়ক তথা যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়ের আন্তরিক উদ্যোগে বিগত দিনের সমস্ত রেকর্ড ভেঙে প্রত্মশহরে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য ভিত্তিক যুব উৎসব।বলা যায় রাজ্যের বাইরে তথা কৈলাসহরে এই প্রথমবারের মতো যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব।বছরের পর বছর রাজ্য ভিত্তিক যুব উৎসব আগরতলা কেন্দ্রীক থাকলেও এই প্রথমবার রাজধানীর বাইরে কৈলাসহরে হতে চলেছে যুব উৎসব।যার ফলে বেজায় খুশি শিল্প ও সংস্কৃতির শহরের নাগরিকরা।আগামী নভেম্বর মাসে জেলা সদরে অনুষ্ঠিত হবে যুব উৎসব ২০২৪।প্রস্তুতি সভায় এমনটাই জানালেন যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়।আজ সকাল ১০টা থেকে রাজ্য ভিত্তিক যুব উৎসবকে কেন্দ্র করে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় কৈলাসহর সার্কিট হাউজের কনফারেন্স হলে।উক্ত সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়,রাজ্য যুব ও ক্রীড়া দপ্ততরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী,ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ,ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস,সহকারী সভাধিপতি সন্তোষ ধর,ঊনকোটি জেলা শাসক দীলিপ কুমার চাকমা,কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায় সহ কৈলাসহর ও কুমারঘাটের মহকুমা শাসক,ঊনকোটি জেলার চারটি ব্লকের বিডিও ও চেয়ারপার্সন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।প্রস্তুতি সভাতে আলোচনাক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যুব উৎসব উদযাপনের বিভিন্ন বিষয় সম্পর্কে।এই যুব উৎসব উদযাপনের মধ্য দিয়ে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানা যায়।প্রাধান্য দেওয়া হয়েছে লোকসংগীত এবং লোক নৃত্যকে।এই যুব উৎসব সঠিকভাবে এবং সকল রূপ দিতে দপ্তরের আধিকারিক এবং জনপ্রতিনিধিরা এক যোগে মাঠে নেমে কাজ করার উপর গুরুত্ব দিয়ে আলোচনা করেন।
প্রস্তুতি পর্বের আলোচনা শেষে মন্ত্রী টিংকু রায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান,রাজ্য ভিত্তিক যুব উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা থাকার কথা রয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন।কৈলাসহরে রাজ্য ভিত্তিক যুব উৎসব শেষের পর এই প্রথমবার রাজ্যের রাজধানীতে অনুষ্ঠিত হবে জাতীয় স্তরের যুব উৎসব।কৈলাসহরে রাজ্য ভিত্তিক যুব উৎসবে সারা রাজ্য থেকে প্রায় ১২শ এর অধিক শিল্পীরা অংশগ্রহন করবে বলে জানান মন্ত্রী শ্রী রায়।এছাড়া যে সকল শিল্পীরা এই যুব উৎসবে অংশগ্রহণ করবে তাদের জন্য প্রত্নতাত্ত্বিক শহরের ঊনকোটি,মনুভ্যালী চা-বাগান সহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করানো হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী।