প্রতিনিধি , উদয়পুর :- অক্টোবর মাসের শেষের দিকেই উদয়পুর মাতা বাড়িতে অনুষ্ঠিত হবে দেওয়ালি মেলা । এই মেলা কে কেন্দ্র করে দেশ ও বিদেশের লক্ষ লক্ষ পুণ্যার্থী মাতাবাড়িতে অংশ নেয় । দেওয়ালী মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসন গোটা মাতারবাড়ি পর্যবেক্ষণ করেছে বৃহস্পতিবার দুপুরে। ঘুরে দেখেছে গোটা মন্দির চত্বর এলাকা সহ মেলা প্রাঙ্গণ । এদিন গোমতী জিলা সভাধিপতি দেবল দেবরায়, সহ-সভাধিপতি সুজন কুমার সেন ও বিধায়ক অভিষেক দেবরায় সহ প্রমূখ । মাতাবাড়ি দেওয়ালি মেলায় মেলা প্রাঙ্গণ থেকে শুরু করে প্রশাসনিক স্টল ও সরকারি বিভিন্ন দপ্তরের প্রদর্শনী কোথায় দেখানো হবে সেসব বিষয়গুলি নিয়ে দীর্ঘ আলোচনা হয় প্রশাসনের আধিকারিকদের সাথে। সেই সাথে মায়ের মন্দির কিভাবে নতুনভাবে সাজানো যায় তা নিয়েও এদিন আলোচনা করেন বিধায়ক। ইতিমধ্যেই মন্দিরের কাজকর্ম নতুনভাবে শুরু হয়েছে। অন্যদিকে মাতাবাড়ি প্রসাদ প্রকল্পের কাজ দ্রুতগতিতে চলছে। মেলায় প্রশাসনিক নিরাপত্তা এবং পুলিশ কর্মীরা কোথায় তাদের রাত্রিযাপন করবে সেইসব বিষয় নিয়ে আলোচনা হয় এদিন। সব মিলিয়ে মাতারবাড়িতে এক আলোর উৎসবের প্রস্তুতি যেন উৎসবের দিনে কোন ধরনের ঘাটতি না থাকে সেদিকে লক্ষ্য রেখেই জোর কদমে চলছে মেলার প্রস্তুতি ।
114
previous post