68
- প্রতিনিধি, বিশালগড় , ৮ অক্টোবর।। দুর্গোৎসবের দিনগুলিতে দর্শনার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জাগ্রত থাকবে হাজারো পুলিশ টিএসআর বাহিনী। মঙ্গলবার বিকালে সাংবাদিক সম্মেলন করে উৎসবের দিনগুলিতে নিরাপত্তা ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন সিপাহীজলা জেলা পুলিশ সুপার বি জে রেড্ডি। পুলিশ সুপারের কনফারেন্স হলে পুলিশ সুপার বি জে রেড্ডি ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিব সূত্রধর। জেলা পুলিশ সুপার জানান এবছর সিপাহীজলা জেলায় ৩৫৩টি পূজা হচ্ছে। গতবারের তুলনায় একটি পূজা বেড়েছে। এরমধ্যে ৩০১ টি পূজা হচ্ছে গ্রামীন এলাকায়। বড় বাজেটের পূজা হচ্ছে বিশালগড় এবং মেলাঘরে। এ দুটি শহরে দর্শনার্থীদের সংখ্যাও থাকে বেশি। নিরাপত্তা সুনিশ্চিত করতে ১০০০ এর ও বেশি পুলিশ টিএসআর অফিসার জাগ্রত থাকবে। এরমধ্যে মহিলা পুরুষ মিলিয়ে ৫৬৮ জন টিএসআর মোতায়েন থাকবে। ৪৫ টি পুলিশ সহায়তা কেন্দ্র থাকবে। ১২ টি ওয়াচ টাওয়ার, ৩২ টি সিসিটিভি থাকবে। তিনি জানান পূজা আয়োজকদের সঙ্গে দফাই দফায় বৈঠক হয়েছে। মন্ডপে স্বেচ্ছাসেবক রাতে বলা হয়েছে আয়োজকদের। এছাড়া উৎসবের দিনগুলিতে ট্রাফিক ব্যবস্থা সঠিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নেশাগ্রস্ত অবস্থায় যানবাহন চালালে চালককে গ্রেফতার করা হবে গাড়ি এবং বাইক বাজেয়াপ্ত করা হবে। দূর্গা পূজার পরে এসব গাড়ি এবং বাইক ছাড়া হবে। দুর্গোৎসবের দিনগুলিতে কোথাও কোন সমস্যা হলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়ার আহ্বান জানান জেলা পুলিশ সুপার।