প্রতিনিধি শান্তিরবাজার : আজ এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শান্তির বাজার মহকুমায় অন্তর্গত বকাফা ব্লকের পঞ্চায়েত সমিতির হলঘরে বকাফা ব্লক এবং জোলাই বাড়ি ব্লকের ছোট মাঝারি গ্রামীণ মৎস্য চাষীদের
মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনায় নির্বাচিত মৎস্যজীবি এবং মৎস্য চাষীদের মধ্যে বরফের বাক্স, কুনি জাল , ও মৎস্য সহায়ক যোজনার থেকে ৬ হাজার টাকার চেক প্রদান করা হয়। জানা যায়- ২০২৪-২৫ অর্থবর্ষে প্রায় 6 লাখ টাকা ব্যয় করে ৪০ জন মৎস্যজীবীকে কুনি জালের পাশাপাশি ১৬ জন মৎস্যজীবীকে মাছ রাখার জন্য বরফের বক্স, এবং ৬০ জন গ্রামীণ মৎস্যচাষীকে ৬ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। আজকের এই অনুষ্ঠানের প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ৩৬ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, উদ্বোধকের পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তিরবাজার পৌর পরিষদের পৌর মাতা স্বপ্না বৈদ্য, বকাফা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বাবুল পাটারি,
বকাফা মৎস্য তত্ত্বাবধায়ক, ওয়াটসন রিয়াং, অজয় দেবনাথ সহ অন্যান্য উপস্থিত ছিলেন।বিধায়ক আলোচনা করতে গিয়ে মৎস্য দপ্তর এবং সরকারের একাধিক জনকল্যাণমুখী পরিকল্পনাগুলি জনসম্মুখে তুলে ধরেন। শ্রী বিধায়ক পাশাপাশি আরো বলেন যারা প্রকৃত মৎস্য চাষী এবং ছোট বড় মাঝারি ব্যবসায়ী তারা যাতে সরকারি এ ধরনের সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত না হয় সেদিকে নজর রাখার জন্য মৎস দপ্তরের আধিকারিকদের পরামর্শ দেন। শান্তিরবাজার মৎস্য তত্ত্বাবধায়ক ওয়াটসন রিয়াং জানান রাজ্য সরকার এবং মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্য চাষীদের স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে এই ধরনের কর্মসূচি প্রতিনিয়ত জারি থাকবে। শান্তির বাজার বকাফা মৎস্য দপ্তরের উদ্যোগে আজকের এই বিতরের অনুষ্ঠানকে কেন্দ্র করে বকাফা এবং জোলাই বাড়ি ব্লক এলাকার ছোট মাঝারি মৎস্য চাষীদের মধ্যে ব্যাপক উৎসব লক্ষ্য করা গেল।
ছোট মাঝারি মৎস্য চাষীদের স্বয়ং সম্পূর্ণ করার লক্ষ্যে আর্থিকভাবে সাহায্যের পাশাপাশি বিভিন্ন সামগ্রী বিতরণ ।
70
previous post