প্রতিনিধি, উদয়পুর :- ১৫৪ বছরে পদার্পণ করলো গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়ের বাড়ির দুর্গাপূজা । এই নিয়ে শ্রী দেব রায়ের বড় ভাই আমাদের সংবাদ প্রতিনিধিকে জানান , দুর্গাপূজাতে তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের কুমিল্লা জেলার ব্রার্মনবাড়ি মহকুমার প্রত্তন গ্রামে। বর্তমানে চতুর্থ প্রজন্ম এই পূজোটি করে যাচ্ছে । পুজোর চার দিন বাড়িতে নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং সপ্তমী থেকে নবমী তিন দিন অন্ন ভোগের ব্যবস্থা থাকে বাড়িতে । বর্তমানে দেবরায় বাড়ির দুর্গাপূজা নামেই এই পূজাটি পরিচিতি লাভ করেছে । পালাটানা এলাকার সমস্ত অংশের জনগণ দুর্গাপূজায় যুক্ত হয়ে এক আনন্দঘন পরিবেশে মেতে ওঠে । এখনো বাংলাদেশ থেকে বিভিন্ন আত্মীয়-স্বজন যোগাযোগ রেখে চলেছে এই পূজা কে কেন্দ্র করে । জিলা সভাধিপতির ভাই জানান , এই বছর একটি বাড়তি আনন্দ রয়েছে বাড়ির সকল সদস্যদের মধ্যে । তার কারণ , বাড়ির ছেলে জিলা সভাধিপতি হয়েছেন । তার জন্য আরও একটি বাড়তি আনন্দ যোগ হয়েছে এবারের দুর্গাপূজায় । মা যেন সকলকে সুখে শান্তিতে রাখে সে কামনা করেন তিনি। তিনি আরো জানান বাড়ির এই মন্ডপে তৈরি হয় দুর্গার কাঠামো। যা চিরাচরিতভাবে যুগের পর যুগ এভাবেই চলে আসছে। স্থানীয় শিল্পীর দ্বারা তৈরি হয় মা দুর্গার প্রতিমা। সব মিলিয়ে গোমতী জিলা সভাধিপতির বাড়ির দুর্গাপূজাকে কেন্দ্র করে এক উৎসব মুখর হয়ে উঠেছে গ্রামীন এলাকার সাধারণ মানুষ ।
49