প্রতিনিধি, বিশালগড়, ৭ অক্টোবর।। চতুর্থীতেই উৎসবমুখর হয়ে উঠেছে গোটা বিশালগড়। আকাশের মুখ ভার থাকলেও মন্ডপে মন্ডপে চলছে শেষ তুলির টান। দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ সহ নানা সামাজিক কার্যক্রমে অংশ নিচ্ছেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। সোমবার বিশালগড়ের কর্মরত সাংবাদিকদের নিয়ে মত বিনিময় করে শারদীয়ার শুভেচ্ছা বিনিময় করেন বিধায়ক সুশান্ত দেব। বিজেপির বিশালগড় মন্ডল কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক সুশান্ত দেব ছাড়াও উপস্থিত ছিলেন বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ, সম্পাদক তাজুল ইসলাম সহ সকল সাংবাদিকরা। বিধায়ক সুশান্ত দেব বলেন বিশালগড়ের শান্তির সম্প্রীতি রক্ষার পাশাপাশি সার্বিক কল্যাণে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা রয়েছে। দিনগুলি যাতে সবাই আনন্দে মেতে উঠে। কোন নেতিবাচক প্রভাবে যাতে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ বলেন সাম্প্রতিক ভয়াবহ বন্যা সহ এলাকার সকল সমস্যা সমাধানে বিধায়কের ভূমিকা প্রশংসনীয়। তিনি যে মানুষের প্রতি দায়বদ্ধ তা বারবার তার কাজের মাধ্যমে ফুটে উঠেছে। সম্পাদক তাজুল ইসলাম বলেন বিধায়ক সুশান্ত দেব সাংবাদিক বান্ধব। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোন অসুবিধা হলে তা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিধায়ক সুশান্ত দেব। সবশেষে বিধায়ক সুশান্ত দেব সহ সাংবাদিকরা মিষ্টিমুখ করেন। সাংবাদিকদের হাতে তুলে দেন উৎসবের উপহার।
42