75
- প্রতিনিধি কৈলাসহর:-স্বচ্ছতার অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ কৈলাসহর পুর পরিষদের স্বচ্ছতার কর্মসূচি এক অন্য মাত্রা যোগ করেছে স্বচ্ছতা হি সেবা কর্মসূচিতে।১৭ই সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর অব্দি স্বচ্ছতা হি সেবা সপ্তাহ কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে কৈলাসহর পুর পরিষদের স্বচ্ছ ভারত মিশন 2.O এর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।যে অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বচ্ছতার কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন পুর পরিষদের সকল কাউন্সিলর সহ ব্যক্তিগতভাবে বিভিন্ন ক্ষেত্রে ৬০ জনকে সম্মানিত করা হয় এবং তার পাশাপাশি কৈলাসহর প্রেসক্লাব সহ ১২টি সংস্থাকে সংবর্ধিত করা হয়েছে।প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন জেলাশাসক ও সমাহর্তা দিলীপ কুমার চাকমা।ঊনকোটি কলাক্ষেত্রে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৈলাসহর পুর পরিষদের চ্যায়ারপার্সন চপলা দেবরায়। এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি সিইও বিশ্বজিৎ দাস, জেলা পরিষদের সদস্য শ্যামল দাস,এসবিএম এক্সপার্ট সৌরভ দাস এবং আইনজীবী সন্দীপ দেবরায় সহ অন্যান্যরা।স্বাগত বক্তব্য রাখতে গিয়ে পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা মহকুমা শাসক প্রদীপ সরকার বলেন সমস্ত সামাজিক সংগঠন এবং সাংবাদিকদের যৌথ অংশগ্রহণে এই কর্মসূচির জোরালো প্রচার এবং তার বাস্তবায়ন সম্ভব হয়েছে।তার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন সকলকে। বক্তব্য রাখতে গিয়ে অনুষ্ঠানের উদ্বোধক তথা জেলাশাসক ও সমাহর্তা ডিকে চাকমা বলেন, ঊনকোটি জেলার মধ্যে কুমারঘাট,কৈলাশহর এবং ফটিকরায় স্বচ্ছতার কর্মসূচির মধ্য দিয়ে বাজারকে যেভাবে স্বচ্ছ রেখেছেন সেইভাবে পেচারথল কেও স্বচ্ছ রাখতে সেখানকার সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে।তিনি তার বক্তব্যে সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন কেননা স্বচ্ছতা হি সেবা এই কর্মসূচিকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার কাজটি করেছেন সাংবাদিকরাই। তিনি বলেন ঊনকোটি জেলার মধ্যে ১০০টি এলাকাকে হটস্পট চিহ্নিত করে ১৫ দিনের চলমান এই কর্মসূচিতে সেই জায়গা গুলোকে চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ করা হয়েছে।সবশেষে সভাপতির ভাষনে পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায় বলেন এই শহরকে পরিচ্ছন্ন রাখতে হবে এবং এই কর্মসূচিতে আগামী দিনেও সকলের অংশগ্রহণের আহ্বান রাখেন তিনি।সবশেষে সেদিনের এই অনুষ্ঠান সম্পর্কে কথা বলতে গিয়ে কাউন্সিলর সিকিম সিনহা জানান আগামী ২০৩০ সালের মধ্যে ত্রিপুরা রাজ্যের বুকে সবচাইতে পরিচ্ছন্ন শহর হিসেবে কৈলাসহরকে তৈরি করার লক্ষ্য নিয়ে কাজ করছে কৈলাসহর পুর পরিষদ।ঐ দিন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।