প্রতিনিধি, বিশালগড় ,।। চড়িলামে সম্পন্ন হল স্বচ্ছতাই সেবা ফুটবল টুর্নামেন্ট। ১০ টি গ্রাম পঞ্চায়েত এবং ১১ টি ভিলেজ কমিটিকে নিয়ে এই ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল পণ্ডিত দিন দয়াল উপধ্যায় মিনি স্টেডিয়ামে। স্বচ্ছতাই সেবা ২০২৪ এই কর্মসূচির অংশ হিসেবে চড়িলাম ব্লক ভিত্তিক টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় মঙ্গলবার। হাজারো দর্শকের উপস্থিতিতে ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন দক্ষিণ চড়িলাম গ্রাম পঞ্চায়েত এবং পদ্মনগর ভিলেজ কমিটি। উপস্থিত ছিলেন চড়িলাম ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন খেলা ভৌমিক, ক্রীড়া দপ্তরের উপ-অধিকর্তা সমীর দেববর্মা, চড়িলাম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃত্তিকা সাহা, ফুটবল টুর্নামেন্টের সভাপতি ভবেশ চৌধুরী প্রমুখ।
ম্যাচের নির্ধারিত সময়ে কোন দল গোল করতে পারেননি। পরবর্তী সময়ে টাইব্রেকারে জয়লাভ করে দক্ষিণ চড়িলাম গ্রাম পঞ্চায়েত। পুরস্কার বিতরণে অংশগ্রহণ করেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক জি গোয়েল সহ অন্যান্যরা। স্বচ্ছতাই সেবা ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি ব্লক ভিত্তিক ব্যাডমিন্টন, টেবিল টেনিস, বাস্কেটবল টুর্নামেন্ট গুলির চ্যাম্পিয়ন এবং রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। টুর্নামেন্টে ম্যান অফ দ্যা ম্যাচ দক্ষিণ চড়িলাম গ্রাম পঞ্চায়েতের গোলকিপার রিপন দেবনাথের হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট কমিটির সভাপতি ভবের চৌধুরী। ফুটবলের চ্যাম্পিয়ন দক্ষিণ চড়িলাম গ্রাম পঞ্চায়েতের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিরিক্ত জেলাশাসক জি গোয়েল, রানার্স ট্রফি তুলে দেন চড়িলাম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃত্তিকা সাহা।
এছাড়া প্রাক্তন ফুটবলার সমীর ভৌমিক ব্যক্তিগতভাবে গোলকিপার রিপন দেবনাথকে ৫০০ টাকা পুরস্কার হিসেবে তুলে দেন।
স্বচ্ছতাই সেবা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দক্ষিণ চড়িলাম
72
previous post