Home » হাফলং এর চিন্তা লোহার ভবনে, গাড়িচালকদের একদিনের সম্মেলন অনুষ্ঠিত।

হাফলং এর চিন্তা লোহার ভবনে, গাড়িচালকদের একদিনের সম্মেলন অনুষ্ঠিত।

by admin

ধর্মনগর প্রতিনিধি। শুক্রবার অর্থাৎ বিশ্ব যোগা দিবসে গাড়িচালকদের নিয়ে হাফলং এর চিন্তা লোহার ভবনে একদিনের সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি মনোধন হরিদাস, জেলা সভাপতি শিবু পাল সহ জেলার বিভিন্ন এলাকা থেকে আগত গাড়িচালক সংগঠনের সভাপতি, সম্পাদকরা ও বিভিন্ন পদাধিকারীরা। আজকের এই সম্মেলনে রাজ্য সভাপতি মনোধন হরিদাস বলেন এই সংগঠন ভারতের 17 টি রাজ্যে রয়েছে। ১৯১২ সালে পাঞ্জাব এই সংগঠনের ভিত্তিপ্রস্থ স্থাপন হয়েছিল। এখন রাজ্যের আটটি জেলাতেই এই সংগঠন রয়েছে। মোট ১৭ দফা দাবি নিয়ে এই সংগঠন শুরু করে। তবে চার দফা দাবি বিশেষ তাৎপর্যপূর্ণ। এই সংগঠনের প্রতিনিধিরা অনেকটা শিরার মত যেভাবে শরীরে শিরা গুলি ছড়িয়ে থাকে এইভাবে ভারতবর্ষের বিভিন্ন স্থানে রাস্তা গুলি ছড়িয়ে রয়েছে এবং রাস্তাতে এই সংগঠনের সদস্যরা প্রতিনিয়ত কাজ করে চলেছে। তাই তাদের দাবি কোন ধরনের দুর্ঘটনার স্বীকার হলে এই সংগঠনের লোকেদের সরকারের পক্ষ থেকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। যদি কোন কারণে কোন সদস্য আহত হয় তবে তাকে দশ লক্ষ টাকা দেওয়া হয়। তাছাড়া তাদের দাবি গুলি রাজ্যের যোগাযোগমন্ত্রী সুশান্ত চৌধুরী কাছে পৌঁছে দেওয়ার দায় সংবাদমাধ্যমের। যারা চালকদের সাথে যুক্ত অথচ চালকদের উন্নতির কথা ভাবেনা তাদেরকে এই সংগঠনের পক্ষ থেকে তাদের কে চিহ্নিত করে বের করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়। দেশে এবং রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিবসকে পালন করা হয় মহা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কিন্তু চালকদের জন্য একটি দিবসকে নির্দিষ্ট করতে হবে। মানসিক সামাজিক এবং সমাজের আস্তিক উন্নতির কথা ভেবে সংগঠনের লোকেদের সার্বিক সুযোগ-সুবিধা যেন দেওয়া হয় তার প্রতি দেশ তথা রাজ্যের মানুষের মনোযোগ থাকা বাঞ্ছনীয় বলে বর্ণনা করেন। কারণ তারাও সমাজের একটা অংশ কিন্তু তাদেরকে সঠিকভাবে বিচার করা হয় না। আবার তারা ছাড়া কোন ধরনের উদ্ভাবনী বা উন্নতির কথা চিন্তাও করা যায় না। তাই তাদের কথা চিন্তা করে সামাজিক মনোবৃত্তি ঠিক করা দরকার বলে তিনি বর্ণনা করেন।

You may also like

Leave a Comment