প্রতিনিধি , উদয়পুর :- আবারোও রাধাকিশোরপুর থানার পুলিশের নেশা বিরোধী অভিযানে সাফল্য। প্রচুর পরিমাণে ব্রাউন সুগার ও একটি নম্বর বিহীন বাইক সহ দুই জন অভিযুক্তকে গ্রেফতার করলো। সংবাদে জানা যায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মেলাঘর থেকে উদয়পুর আসার পথে একটি নম্বর বিহীন বাইক করে ড্রাগস নিয়ে আসছিল। তৎক্ষণাৎ রাধাকিশোরপুর থানা পুলিশ খবর পেয়ে তাদেরকে বাইক চলন্ত অবস্থায় উদয়পুর খিলপাড়া বৈষ্ণববিচর রেলব্রিজ সংলগ্ন এলাকায় আটক করতে সক্ষম হয়। পরবর্তী সময় রাধাকিশোর পুর থানার ইন্সপেক্টর বাবুল দাস নেতৃত্বে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে ড্রাগস, ১৫৮০ টাকা সহ একটি নম্বর বিহীন বাইক উদ্ধার করে সঙ্গে হিরোইন বিক্রেতা দুজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে নেয় রাধাকিশোরপুর থানার পুলিশ কর্মীরা।জানা যায় গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তের নাম প্রসেনজিৎ দাস, শাকিল খান।এদিকে পুলিশ এ অভিযানে ড্রাগস, ১৫৮০ টাকা একটি নম্বরবিহীন বাইক বাজেয়াপ্ত করে নিয়ে যায় রাধাকিশোর পুর থানায়। অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর কে পুর থানার ASI সৌরভ সাহা জানান উদয়পুর শহরে ব্রাউন সুগার, হিরোইন বিক্রেতার সংখ্যা বেড়ে গিয়েছে। যার ফলে যুবসমাজ নষ্ট হচ্ছে। আগামী দিনে উদয়পুর শহরে যে সকল এই ধরনের অসাধু ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে খোঁজে খোঁজে গ্রেপ্তার করা হবে। এবং শহরকে ড্রাগস মুক্ত করার জন্য যা যা প্রয়োজন লাগবে তা করতে রাজি রাধাকিশোরপুর থানার পুলিশ প্রশাসন। ASI আরো জানিয়েছেন এই ধরনের অভিযানের জন্য একটি স্পেশাল টিম ইতিমধ্যে তৈরি করে নিয়েছে রাধাকিশোর পুর থানা। বর্তমানে আর রাধাকিশোর পুর থানায় গ্রেপ্তার হওয়ার ২ অভিযুক্তকে কোন রহস্যজনক আছে কিনা তা তদন্ত চালাচ্ছে। এই দুইজন অভিযুক্তকে এম ডি পি এস act মামলা করা হয়েছে। এ দুজন অভিযুক্তকে মঙ্গলবার দায়রা জজ আদালতে প্রেরণ করা হবে।
104