Home » চিতা বাঘের আতঙ্ক ছড়িয়েছে উদয়পুর টেপানিয়া এলাকায়

চিতা বাঘের আতঙ্ক ছড়িয়েছে উদয়পুর টেপানিয়া এলাকায়

by admin

প্রতিনিধি , উদয়পুর :- সন্ধ্যা রাতে উদয়পুর টেপানিয়া পার্ক সংলগ্ন জাতীয় সড়কে চিতা বাঘের আতঙ্ক । ঘটনা শনিবার রাত সাড়ে আটটা নাগাদ । জাতীয় সড়কের চিতা বাঘ আকৃতির এক পশুকে দেখে আতঙ্ক ছড়ায় গোটা এলাকা জুড়ে। পথ চলতি সাধারণ মানুষ খবর দেয় টেপানিয়া পার্কে থাকা বনদপ্তরের আধিকারিকদের । পরে বনদপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসে । বনকর্মীরা পরে দেখতে পায় জাতীয় সড়কের পাশে জঙ্গলের ঝোপঝাড়ে বন বিড়াল বসে রয়েছে। যা দেখতে অবিকল বাঘের মত । কিন্তু তারপরেও সাধারণ মানুষ দাবি করে সেটা সম্পূর্ণ আকার এবং আকৃতি চিতা বাঘের মতো । সূত্রের দাবি পরবর্তী সময় সিপাহীজলা বনদপ্তরের সাথে কথা বলে টেপানিয়া বনদপ্তরের আধিকারিকরা । এই পশুটিকে সেখানে স্থানান্তরিত করার জন্য । কিন্তু এদিন বনদপ্তরের আধিকারিকরা যতবার বলার চেষ্টা করেছে সেটা বন বিড়াল কিন্তু সম্পূর্ণভাবে সেটা চিতা বাঘের রূপ । যদি চিতা বাঘ সেটা হয়ে থাকে তাহলে কিভাবে জাতীয় সড়কে বনের ভেতর থেকে রাস্তায় চলে আসলো ছোট্ট চিতা বাঘের ছানাটি। এই নিয়েই প্রশ্ন উঠছে পথ চলতি দূরপাল্লার যাত্রীদের মধ্যে । পরে রাধা কিশোরপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ছুটে যায় টেপানিয়া জাতীয় সড়কে। তার প্রাথমিক তদন্তের একটি রিপোর্ট রাধা কিশোরপুর থানার ওসির কাছে জমা দেয় বলে জানা গিয়েছে ।

You may also like

Leave a Comment