বিশালগড় , ১২ জুন।। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বুনিয়াদি শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার সহযোগিতায় সদর মহাকুমার অন্তর্গত আমতলী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক বৃক্ষ রোপন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । বুধবার আয়োজিত এই কর্মসূচিতে আমতলী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা ফল ও ফুলের চারা রোপণ করেন । বৃক্ষরোপণ কর্মসূচির শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে আলোচনা সভায় আলোচনা করতে গিয়ে বুনিয়াদি শিক্ষা দপ্তরের কিচেন গার্ডেন এর দায়িত্ব প্রাপ্ত শিক্ষক মনোজ রায় বলেছেন শুধু গাছ লাগালেই হবে না, গাছ লাগানোর পাশাপাশি গাছটিকে সঠিকভাবে পরিচর্যা করতে হবে । নির্বিচারে বনজঙ্গল ধ্বংস হওয়ার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। আমরা এক কঠিন পরিস্থিতির মুখে। বিশ্ব উষ্ণায়ণের কুফল ভোগ করতে হচ্ছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার একটাই পথ বৃক্ষ রোপণ।
115
previous post