অষ্টাদশ বর্ষে পদার্পণ উপলক্ষে রবিবার এক বৃক্ষ রোপন উৎসবে শামিল হল খোয়াই এর সুরাঞ্জলি কালচারাল কেম্পিনের সকল সদস্য এবং সদস্যাগণ। এই দিনের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বৃক্ষ রোপনে শামিল হন বিজেপি খোয়াই মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার, মন্ডল সম্পাদক তথা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন তাপস কান্তি দাস সহ অন্যান্য অতিথিবৃন্দরা। বৃক্ষরোপণ উৎসবে শামিল হয়ে খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার বলেন, প্রতিদিন পৃথিবী তার ভারসাম্য হারাচ্ছে, উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। বিগত দিনে এত উষ্ণতা আমরা কখনো প্রত্যক্ষ করিনি। পরিবেশের এই ভারসাম্যতা নষ্ট হবার পেছনে আমরাই দায়ী। সরকার এবং প্রশাসন পরিবেশকে রক্ষা করার জন্য বিভিন্ন প্রকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের অভিযান এবং সচেতনতা বৃদ্ধি সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন। অতপর ও নিজেদেরকে শুধরানোর চেষ্টা করছি না আমরা। তিনি বলেন পরিবেশ সুরক্ষিত না থাকলে মানব সভ্যতা ও সুরক্ষিত থাকবে না, ধ্বংসের পথে চলে যাবে। মানবজাতিকে সুরক্ষিত রাখতে হলে আমাদেরকে পরিবেশ সুরক্ষায় বিভিন্ন নিয়ম-নীতি মেনে চলতে হবে। এবং আরো বেশি করে বৃক্ষরোপনে শামিল হতে হবে। পরিবেশ রক্ষায় সুরাঞ্জলি কালচারাল ক্যাম্পেনের পাশাপাশি সমাজের বিভিন্ন সংস্থা এই ধরনের সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করবে বলে তিনি আশা মত ব্যক্ত করেন।
165
previous post
রাতের অন্ধকারে সরকারি গাড়ি চুরি
next post