Home » হেলমেট বিহীন মদমত্ত অবস্থায় দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার স্বীকার হয় পুলিশের কনস্টেবল রাজিব। ফেলে দে নিজের পিস্তল।

হেলমেট বিহীন মদমত্ত অবস্থায় দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার স্বীকার হয় পুলিশের কনস্টেবল রাজিব। ফেলে দে নিজের পিস্তল।

by admin

শান্তিরবাজার প্রতিনিধি :ঘটনার বিবরনে জানাযায় বীরচন্দ্র মনু ও কলসী এডিসি ভিলেজের এম ডি সি সঞ্জীব রিয়াং এর দেহরক্ষী রাজিব দেবনাথ মদমত্ত অবস্থায় তান্ডব চালাতেগিয়ে দুর্ঘটনার স্বীকার হয়। জানাযায় দেহরক্ষী রাজীব দেবনাথ প্রতিনিয়ত এইভাবে মদমত্ত অবস্থায় থাকে এমনটাই অভিযোগ। আজকের দিনেও মদমত্ত অবস্থায় বাইকনিয়ে বীরচন্দ্র মনু বাজারে তান্ডব চালাতেগিয়ে বাজারে শনি মন্দির সংলগ্ন এলাকায় দুর্ঘটনার স্বীকার হয়। পরবর্তীসময় স্থানীয় লোকজনেরা ঘটনাস্থলথেকে দেহরক্ষীকে জঙ্গলথেকে উঠিয়ে আনলে সে পুনরায় বাইকনিয়ে চলেযাবার পথে বীরচন্দ্রমনু জোনাল অফিস সংলগ্ন এলাকায় পুনরায় দুর্ঘটনার স্বীকারহয় বলে জানান স্থানীয়রা। জানাযায় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি বিদ্যুৎতের খুঁটিতেগিয়ে সজোরে ধাক্কাদেয়। এতেকরে দেহরক্ষী রাজীব দেবনাথের পা ভেঙ্গে যায় বলে জানায় স্থানীয়রা। দুর্ঘটাগ্রস্থ অবস্থায় উর সঙ্গে সার্ভিস রিভলবার ছিলো বলে জানাযায়। এইনিয়ে সকলের মনে প্রশ্ন জাগছে সে কি ডিউটি অবস্থায় সুরাপান করে এইধরনের তান্ডব চালাচ্ছে। আজকের দিনে দেহরক্ষীর ডিউটি নাথকলে তবে উর সাথে কেন সার্ভিস রিভলবার রাখাহয়েছে। এইনিয়ে প্রশ্ন করছে সাধারন লোকজনেরা। দুর্ঘটনার খবরপেয়ে মনপাথর ফাঁড়ী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিতহয়ে আহত দেহরক্ষীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসারজন্য নিয়েযায়। এখন দেখার বিষয় দেহরক্ষীর এইধরনের তান্ডবের বিরুদ্ধে দপ্তর কিপ্রকার পদক্ষেপ গ্রহনকরে।

You may also like

Leave a Comment