159
- প্রতিনিধি , উদয়পুর :- উদয়পুর পৌর পরিষদের উদ্যোগে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৪ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের শ্রেষ্ঠ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে উদয়পুর মহকুমা কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করেন পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় , ভাইস চেয়ারম্যান প্রদীপ দেবনাথ , সহকারী মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জেকলো দেববর্মা সহ প্রমূখ । এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্র / ছাত্রীদের মধ্যে সংবর্ধনা জ্ঞাপন করেন সকল অতিথিরা । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বলেন , গত কয়েক বছর ধরে উদয়পুরে ভালো ফলাফল একেবারে স্তব্ধ হয়েছিল। কিন্তু ২০২৪ সালে একসাথে এতগুলি সাফল্য ছাত্র-ছাত্রীদের নিয়ে আসা উদয়পুরের বুকে তা আগামীর আশার আলো দেখিয়েছে। পরিবারের পিতা-মাতা থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা দের অবদান অনেকটাই ভালো পড়াশুনার ক্ষেত্রে কাজ করে । উদয়পুর শহর এলাকার বিদ্যালয় গুলির মধ্যে এই ধরনের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ফলাফল ভবিষ্যতের উজ্জ্বল দিশারী হয়ে উঠেছে উদয়পুরের বুকে। এদিন ছাত্র-ছাত্রীদের হাতে মানপত্র থেকে শুরু করে শতরূপে সারদা ও স্বামী বিবেকানন্দের পত্রাবলী লেখা পুস্তক উপহার দেওয়া হয় । সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাতা, পিতা থেকে শুরু করে পৌর কর্মচারী দের উপস্থিতি ছিল সারা জাগানো ।