শান্তিরবাজার প্রতিনিধি: শান্তিরবাজার মহকুমা শাসকের অফিসের গণনাকেন্দ্র পরিদর্শন করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল৷ শুক্রবার জেলা নির্বাচনী আধিকারিক, জেলা শাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল, জেলা পুলিশ অধীক্ষক অশোক কুমার সিনহা ও শান্তিরবাজারের মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্যকে সঙ্গে নিয়ে মহকুমা শাসকের অফিসের গণণাকেন্দ্র পরিদর্শন করেন তিনি। পরে মহকুমা শাসকের অফিসে দক্ষিন জেলার নির্বাচনী আধিকারিক, জেলার সাতটি বিধানসভা কেন্দ্রের সহকারী রিটার্নিং অফিসার, সাব্রুম, বিলোনিয়া ও শান্তিরবাজারের মহকুমা পুলিশ আধিকারিক, কেন্দ্রীয় বাহিনী গুলির আধিকারিক, তথ্য সংস্কৃতি দপ্তর, বিদ্যুৎ নিগম ও অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিকদের নিয়ে জেলার সাতটি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নির্দেশ দেন। প্রসঙ্গত, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের শান্তিরবাজার বিধানসভা কেন্দ্র ও পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের লোকসভা ভোটের গননা হবে শান্তিরবাজারে।
117
previous post