Home » বাঁশ টিনের ধ্বংসস্তূপে রাত কাটে দম্পতির

বাঁশ টিনের ধ্বংসস্তূপে রাত কাটে দম্পতির

by admin

প্রতিনিধি, বিশালগড় , ২৮ মে।। বিশালাকৃতির গাছের চাপায় দুমড়েমুচড়ে যায় বসতঘর। টিন বাঁশের ধ্বংসস্তুপে আতঙ্কে রাত কাটায় জনজাতি দম্পতির। মঙ্গলবার সকালে স্থানীয়রা উদ্ধার করে তাদের। আঘাত পেলেও প্রাণে বেঁচে যায় তারা। ঘটনাটি ঘটে জম্পুইজলা মহকুমার পেকুয়ারজলা এডিসি ভিলেজর শ্যামনগরে। সোমবার রাতভর টানা বৃষ্টি হয়। রাত সাড়ে তিনটায় টানা বৃষ্টি এবং রেমেলের হাওয়ায় বিশালাকার গাছ ভেঙে পড়ে নিত্য কুমার দেববর্মার বসত ঘরে। টিন বাঁশের ঘরটি মূহুর্তের মধ্যে ধ্বংসস্তুপে পরিনত হয়। নিত্য কুমার এবং তার স্ত্রী ঘর থেকে বেরোনোর আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু সম্ভব হয়নি। বৃষ্টির কারণে তাদের আর্তনাদ পৌঁছায়নি প্রতিবেশীদের কানে। পরদিন মঙ্গলবার সকালে বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা দা কুড়াল টাক্কল নিয়ে নেমে পড়ে । উদ্ধার করা হয় ঘরে আটকে পরা দু’জনকে। খবর পেয়ে নিত্য কুমারের বাড়িতে ছুটে যান প্রাক্তন বিধায়ক তথা জম্পুইজলার বিএসি চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেববর্মা। তিনি প্রশাসনের নজরে নিয়েছেন বিষয়টি। প্রয়োজনীয় সরকারি সহায়তার আশ্বাস দেন তিনি ।

You may also like

Leave a Comment